কলকাতা থেকে সোজা লন্ডন, ভিন দেশেও ছড়াল মিমি-নুসরতের বেস্ট ফ্রেন্ডস ফরেভারের জাদু

  • লন্ডনে চলছে মিমি চক্রবর্তীর ছবির শ্যুটিং
  • নুসরত জাহানের 'স্বস্তিক সংকেত'র শ্যুটও শুরু হয়ে গিয়েছে লন্ডনেই
  • দু'ই ছবির শ্যুটিংয়ের ফাঁকে প্রিয় বান্ধবীর সঙ্গে সাক্ষাৎ
  • ভীন দেশেও বেস্ট ফ্রেন্ডস ফরেভারের জাদু 

তখন সবেমাত্র কোভিড ধীরে ধীরে থাবা বসাচ্ছে ভারতে। বাংলাতেও মাথা চারা দিয়ে উঠছে এক একটি কেস। সেই সময় লন্ডন থেকে তড়িঘড়ি ফিরে এসেছিলেন মিমি। লন্ডনে ছবির শ্যুটিংয়ের জন্য ছিলেন তিনি। প্যানডেমিকে ওখানে আটকে না থেকে সঠিক সময় সিদ্ধান্ত নিয়ে ফিরে আসেন। সেই পরিস্থিতি কাটিয়ে এবার ফের রওনা দিচ্ছেন লন্ডন। যার আগে তিনি করিয়ে ফেলেন কোভিড পরীক্ষা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। পিপিই কিট পরে স্বাস্থ্যকর্মী মিমির নমুনা সংগ্রহ করেন। 

মিমি জানান তিনি এবং তাঁর গোটা টিম কোভিড পরীক্ষা করিয়েছেন। সকলেরই পরীক্ষার ফলাফল সৌভাগ্যবসত নেগেটিভ এসেছে। আপাতত মিমি লন্ডনে নিজের ছবির শ্যুটিং শেষ করার জন্য রীতিমত ব্যস্ত। লন্ডনে চলছে ঘনিষ্ঠ বান্ধবী নুসরত জাহানের ছবির শ্যুটিংও। দু'জনের ছবির শ্যুটিংয়ের মাঝেই একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। লন্ডনের এক ক্যাফেতে দেখা গিয়েছে তাঁদের। মিমি এবং নুসরত দু'জনের তাঁদের বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। 

Latest Videos

 

 

দিন কতক আগে নুসরতের একটি ভিডিও ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। ফাঁকা রাস্তা, দু'পাশে ঘন জঙ্গল। মাঝ দিয়ে চলেছেন অভিনেত্রী নুসরত জাহান। আপাতত লন্ডনে ছবির শ্যুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। তবে কোথায় ছুঁটলেন তিনি। দু'পাশে জঙ্গলের মাঝ দিয়েই কোথায় যাচ্ছেন তিনি। লন্ডনে 'স্বস্তিক সংকেত'র ছবির শ্যুটিং করছেন নুসরত। সেখানেই কি তবে এই জঙ্গলের রাস্তা ধরে ঘুরতে বেরিয়েছেন তিনি। মজেছেন রোম্যান্সেও। তবে নিখিলের সঙ্গে নয়, পরিবেশের সঙ্গে। নেচার লাভার বলেই এমন মেজাজে নুসরত। 

Share this article
click me!

Latest Videos

‘বাংলায় সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে ভূমি এবং ভূমি রাজস্ব দফতরে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury
আমজনতার উদ্দেশ্যে অগ্নিমিত্রা পালের বক্তব্য, দেখুন সরাসরি
'আপনি হিন্দুদের মুখ্যমন্ত্রী হতে পারেন নি', মুর্শিদাবাদের জনসভা থেকে Mamataকে আক্রমণ Suvendu-র
‘Sanatani-দের ঐক্যবদ্ধ থাকতেই হবে!’ বেলডাঙ্গাতে সীতা রাম মন্দির উদ্বোধনে বার্তা Suvendu Adhikari-র
Suvendu Adhikari : মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সীতা রাম মন্দিরের উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী