ভালোবাসার দিনে প্রথম সাক্ষাৎ লক্ষ্মী কাকিমার সঙ্গে, কেমন হল প্রথম দিনের পর্ব

একের পর এক নতুন ধারাবাহিক (New Bangla Serial) আসছে জি বাংলার (Zee Bangla Serial) পর্দায়। একে একে সব ধারাবাহিকের চরিত্ররাই হয়ে ওঠে সময়ের সঙ্গে সঙ্গে সাধারণের ঘরের মানুষ। নিত্য সকাল বিকেল যাদের ড্রইং রুমে চলে দাপট। সেই তালিকায় নতুন সংযোজন জি বাংলা পরিবারের লক্ষ্মী কাকিমা (Lakkhi Kakima) ।

বেশ কয়েকদিন ধরে জিবাংলার ধাবাবাহিককে কড়া টক্কর দিচ্ছে মন ফাগুন। আর ঠিক সেই কারণেই এই ধারাবাহিকের সময় অর্থাৎ রাত সাড়ে আটটায় এই সিরিয়াল সম্প্রচারিত হবে। অন্যদিকে ঠিক এই সময় সম্প্রচারিত হয় অপরাজিতা অপু, কিন্তু তার বর্তমান টিআরপি রেটিং ভালো না থাকায়, সরিয়ে দেওয়া হল এই ধারাবাহিককে। ১৪ ফেব্রুয়ারি থেকেই ড্রইং রুমে নিত্য আনাগোনা শুরু হল লক্ষ্মী কাকিমার। 

Latest Videos

একের পর এক নতুন ধারাবাহিক (New Bangla Serial) আসছে জি বাংলার (Zee Bangla Serial) পর্দায়। একে একে সব ধারাবাহিকের চরিত্ররাই হয়ে ওঠে সময়ের সঙ্গে সঙ্গে সাধারণের ঘরের মানুষ। নিত্য সকাল বিকেল যাদের ড্রইং রুমে চলে দাপট। সেই তালিকায় নতুন সংযোজন জি বাংলা পরিবারের লক্ষ্মী কাকিমা (Lakkhi Kakima) । পর্দায় যখন অপরাজিতা আঢ্য (Aparajita Auddy), তখন কি আর খুব একটা অপেক্ষার প্রয়োজন রয়েছে! বোধ হয় নয়। আর তাই ধারাবাহিকের শুরু অপেক্ষা নয়, প্রথম প্রমোতেই সকলকে মাত করলেন সকলের প্রিয় লক্ষ্মী কাকিমা। মহিলাদের নানান রূপে নানান অবতারে জি বাংলার (Zee Bangla) বিভিন্ন ধারাবাহিকে তুলে আনতে এর এর আগেও দেখেছে দর্শকেরা। কখনও মহিলা ক্রিকেটরের লড়াই, কখনও আবার গায়িকা পিলু, কখনও মিঠাই, এবার সংসারের লড়াইয়ে মেয়েদের দাপটের ছবি তুলে ধরলেন অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)।

আরও পড়ুন-'মাস্ক পরুন করোনা দূর করুন', কোভিড রুখতে কলকতা পুলিশের হয়ে প্রচার দেবের

আরও পড়ুন-ঠাঁই মিলছে না রোগীর, কোভিড আক্রান্তকে হাসপাতালে ভর্তি করলেন সাংসদ অভিনেতা দেব

আরও পড়ুন-Flood: 'মানুষের যন্ত্রনার কোনও দাম নেই, ভোটটাই সব', ঘাটালে বন্যা পরিদর্শনে এসে বিস্ফোরক দেব

সত্যি দাপটই বটে তার প্রমাণ মিলল প্রথমদিনই, এক হাতে যেন পলকে সবটা সামলে নেওয়া। সময়ে সময়ে মুখের কাছে খাবার, যাবতীয় কাজ করা, সব দিকে সমানতালে নজর রেখে, সেই মানুষটিই যখন আবার দোকান সামলাতে ছোঁটে, অর্থ উজার্জনের চেষ্টা হাসি মুখে সবটা সামলায় দুহাতে, তারই এক প্রতিচ্ছবি হলেন লক্ষ্মী কাকিমা। যার প্রথম প্রমোতেই দর্শক মহলের উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। সকালে উঠে স্বামীর মুখের সামনে খাবার দিয়ে, দ্রুতার সঙ্গে দোকানে যাওয়ার পথে মাথায় গোঁজা একটা ফুল, কেমন লাগছে তাকে, তার মুখের দিকে তাকিয়ে ভালো লাগছে বলার সময় টুকুও খরচ করেন না যাঁরা, সেই সকল মানুষের অবহেলা সহ্য করেও দিনের শেষে এনারাই দশভূজা। 

 

Share this article
click me!

Latest Videos

বড় সাজা! নাকি...আজ সঞ্জয়ের কথা শুনবেন বিচারক, উঠে আসতে পারে চাঞ্চল্যকর কিছু? | RG Kar News Today
দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিলেন বিচারক | RG Kar case verdict today | Sanjay Roy
'ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানালেই হবে না, কট্টর হিন্দু তৈরি করুন' | Sukanta Majumdar | News
Suvendu Adhikari : ভিনরাজ্যে আলু পাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, দেখুন কী বলছেন শুভেন্দু অধিকারী
Rashifal Today : সোমবার সারাদিন কেমন কাটবে আপনার! দেখুন আজকের রাশিফল