বিছানায় ফেলে গলা জাপটে গাঢ় চুম্বন, ঐন্দ্রিলার জন্মদিনে আদরে ভরিয়ে দিলেন অঙ্কুশ

পাশের বাড়ির মেয়ের ইমেজ ঝেড়ে ফেলে তিনি এখন হট অ্যান্ড সেক্সি।  টলি অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে দেখে রীতিমতো যেন ভিড়মি খেয়েছেন নেটিজেনরা । টলি অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের আজ জন্মদিন। ২৭-শে পা দিলেন ঐন্দ্রিলা সেন। ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। সেলিব্রেশনে মত্ত টলিপাড়ার এই হট কাপল। টলিপাড়ার সুপার কিউট জুটির মধ্যে সবার প্রথমেই আসে অঙ্কুশ  হাজরা ও ঐন্দ্রিলা সেনের নাম। তাদের মধ্যে সবসময়েই যেন ঝগড়া লেগেই রয়েছে। এমনকী জন্মদিনের দিনও  বাদ যায় না। জন্মদিনের দিন  এমনভাবে কেউ আদুরে শুভেচ্ছা জানাতে পারে, তা মনে হয় স্বপ্নেও ভাবতে পারে না কেউ। প্রেমিকার জন্মদিনের দিন নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন, যা দেখা মাত্রই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

পাশের বাড়ির মেয়ের ইমেজ ঝেড়ে ফেলে তিনি এখন হট অ্যান্ড সেক্সি।  টলি অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে দেখে রীতিমতো যেন ভিড়মি খেয়েছেন নেটিজেনরা । টলি অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের আজ জন্মদিন। ২৭-শে পা দিলেন ঐন্দ্রিলা সেন। ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। সেলিব্রেশনে মত্ত টলিপাড়ার এই হট কাপল। টলিপাড়ার সুপার কিউট জুটির মধ্যে সবার প্রথমেই আসে অঙ্কুশ  হাজরা ও ঐন্দ্রিলা সেনের নাম। তাদের মধ্যে সবসময়েই যেন ঝগড়া লেগেই রয়েছে। এমনকী জন্মদিনের দিনও  বাদ যায় না। জন্মদিনের দিন  এমনভাবে কেউ আদুরে শুভেচ্ছা জানাতে পারে, তা মনে হয় স্বপ্নেও ভাবতে পারে না কেউ। প্রেমিকার জন্মদিনের দিন নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন, যা দেখা মাত্রই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

ভিডিওতে দেখা যাচ্ছে,  বিছানায় বসে আছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা সেন। তারপরই প্রেমিকাকে জাপটে ধরে অঙ্কুশ বলেন, হ্যাপি বার্থ ডে টু ইউ। তারপর ঐন্দ্রিলাকে গরিলা বলে ডাকতেও শোনা যায়। পরে অবশ্য ঠিক নাম নেন। এরপরই শুরু হয়ে যায় চুমু খাওয়ার পালা। বিছানায় ফেলে গলা চেপে ধরে একের পর এক চুমু খেতে থাকেন। তবে এ যেমন তেমন চুমু নয়, গলা চেপে ধরে বিছানায় ফেলে চুমু খেতে খেতে ঐন্দ্রিলাকে অস্থির করে ছেড়ে দেন  অঙ্কুশ। ভিডিও ক্যাপশনে অঙ্কুশ লেখেন, ১১ বছর হয়ে গেলে যা হয় আর কী, শুভ জন্মদিন ঐন্দ্রিলা। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিও।

Latest Videos

 

 

আরও পড়ুন- স্তনযুগল দেখাতেই ব্যস্ত, কটাক্ষ করতেই হৃত্বিকের শ্যালিকা ফারহাকে একহাত নিলেন উরফি

আরও পড়ুন- মুখ খুললেই ফাঁস হয়ে যাবে নোংরা কেচ্ছা, ঐশ্বর্যর নাম নিয়ে সলমনকে হুমকি সোমি আলির

আরও পড়ুন- গোপন সঙ্গমে নয়, করিনার সঙ্গে 'লিভ-ইন'-এর প্রস্তাবে কী প্রতিক্রিয়া ছিল মা ববিতার

 

অঙ্কুশ ও ঐন্দ্রিলার এই চুম্বনের ভিডিও দেখে ভিড়মি খেয়েছেন নেটিজেনরা। অভিনেত্রীর জন্মদিনে শুভেচ্ছায় পাশাপাশি কমেন্টে ভরিয়ে দিয়েছেন টলি তারকারা।  তাদের সম্পর্কের রসায়ন কতটা গাঢ় তা তাদের সোশ্যাল মিডিয়া পিডিএ-তে চোখ রাখলেই স্পষ্ট ধরা পড়ে। ধারাবাহিকের সেই দুষ্টু এখন আর গোলুমুলু নেই বরং ফ্যাট ঝরিয়ে স্লিম অ্য়ান্ড ট্রিম হয়েছেন অভিনেত্রী। মারকাটারি চাবিক ফিগারে রীতিমতো ছক্কা হাঁকাচ্ছেন টলি নায়িকা। টলিপাড়ার রোম্যান্টিক জুটি বলতে গেলেই অঙ্কুশ-ঐন্দ্রিলা রয়েছেন প্রথম সারিতে। কোনও রাখঢাক না করেই একে অপরকে  প্রেম নিবেদন করে থাকেন এই যুগল।  লাভ লাইভ নিয়ে বরাবরই ভীষণ খোলামেলা ঐন্দ্রিলা ও অঙ্কুশ। প্রায় ১১ বছরেরও বেশি সময় ধরে অঙ্কুশের সঙ্গে রিলেশনে রয়েছেন ঐন্দ্রিলা সেন। সোশ্যাল মিডিয়াতে সবসময়েই চর্চায় রয়েছেন অঙ্কুশ- ঐন্দ্রিলা। কবে গাটছড়া বাঁধতে চলেছেন এই যুগল এই প্রশ্নই এখন ভক্তদের মুখে মুখে।

Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury