জমজমাট লড়াই 'দিদি নম্বর ১' -এ, সেরার মুকুট উঠবে কার মাথায়, থাকছেন ইমন-উষসী-অনামিকারা

Published : Aug 27, 2021, 12:59 PM ISTUpdated : Aug 27, 2021, 05:05 PM IST
জমজমাট লড়াই 'দিদি নম্বর ১' -এ,  সেরার মুকুট উঠবে কার মাথায়, থাকছেন ইমন-উষসী-অনামিকারা

সংক্ষিপ্ত

এ যেন তারকার মেলা। ফের পর্দা কাঁপাতে দিদি নম্বর ১-এ হাজির হচ্ছেন টলিপাড়ার চারজন অভিনেত্রী। আজ বিকেল ৫ টায় এই বিশেষ পর্ব দেখতে চোখ রাখুন জি বাংলার পর্দায়।  দিদি নম্বর ১-এ বিশেষ অতিথি হিসেবে হাজির থাকছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী, অভিনেত্রী উষসী চক্রবর্তী, অনামিকা  এবং সোমচন্দ্রা। সব মিলিয়ে ধামাকাদার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে চার তারকার মধ্যে।

বাংলা টেলিভিশনের জনপ্রিয় শো দিদি নম্বর ১ -মানেই জমজমাট খেলা, প্রচুর গিফট, আড্ডা অর্থাৎ সব মিলিয়ে মন ভাল করা একটা সন্ধ্যা। মহিলাদের নিয়ে আয়োজিত এই শো এখন একাধিক রিয়্যালিটি শো-কে বলে বলে টেক্কা দেবে। প্রতিদিন বিকেল ৫ টা  বাজলেই কফির কাপ হাতে সকলেই যেন চোখ রাখেন টিভি-র পর্দায়।  ২৭-শে আগস্ট অর্থাৎ শুক্রবার  দিদি নম্বর ১ -এ বিশেষ অতিথি হিসেবে হাজির হতে চলেছেন টলিপাড়ার চার জনপ্রিয় তারকা।

 

 

আরও পড়ুন-নিখিল না যশ, কে নুসরতের সন্তানের বাবা, ছেলের নামও রাখলেন 'সহবাস' সঙ্গীর প্রথম অক্ষর 'Y' দিয়ে

আরও পড়ুন-দামি গাড়ি ছেড়ে অটোতে চড়ছেন আমির কন্যা ইরা, কোটিপতি বাবার মেয়ের কীর্তিতে হৈ চৈ নেটদুনিয়ায়

 

এ যেন তারকার মেলা। ফের পর্দা কাঁপাতে দিদি নম্বর ১-এ হাজির হচ্ছেন টলিপাড়ার চারজন অভিনেত্রী। আজ বিকেল ৫ টায় এই বিশেষ পর্ব দেখতে চোখ রাখুন জি বাংলার পর্দায়।  দিদি নম্বর ১-এ বিশেষ অতিথি হিসেবে হাজির থাকছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী, অভিনেত্রী উষসী চক্রবর্তী, অনামিকা  এবং সোমচন্দ্রা। সব মিলিয়ে ধামাকাদার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে চার তারকার মধ্যে।

 

 

কার মাথায় উঠবে দিদি নম্বর ১-এর ক্রাউন, আর কে হবে  আজকের  দিদি নম্বর ১, তা জানতে হলে দেখতেই হবে এই স্পেশ্যাল পর্ব। আজকের এই বিশেষ পর্বে অতিথিদের সঙ্গে গানের আড্ডায় উপস্থিত থাকছেন অনীক ধর।  চার তারকার সঙ্গে খুনসুটিতে মাততে দেখা যাবে অনীক ধরকে। চার দিদিদের সঙ্গে আড্ডায়-গানে দেখা যাবে অনীককে। গানের টানে,আড্ডায় ফানে কে হবে আজকের দিদি নম্বর ১।

 

PREV
click me!

Recommended Stories

সন্তানকে মেরে ফেলার হুমকি! মেসি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন টলিতারকা শুভশ্রী
যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা