রোদ গায়ে মেখে শীতের সকালে পদ্মার পদ্মা ভ্রমণ, মুহূর্তে ভাইরাল জয়া

Published : Dec 30, 2020, 08:59 AM IST
রোদ গায়ে মেখে শীতের সকালে পদ্মার পদ্মা ভ্রমণ, মুহূর্তে ভাইরাল জয়া

সংক্ষিপ্ত

বাংলাদেশেই রয়েছেন জয়া আহসান সেখানেই ছুটির মেজাজে কাটছে দিন  পরিস্থিতি বর্তমানে খানিক স্বাভাবিক  তাই পদ্মাভ্রমণে ক্যামেরা বন্দি জয়া 

বর্তমানে বাড়ি থেকে বেরনো মানেই মুখে মাস্ক, হেয়ার কভার ও হাতে স্যানিটাইজার। যার ফলে সাজুগুজু করে ঘুরতে যাওয়াার সংজ্ঞাটা গিয়েছে পাল্টে। শীত মানেই ভ্রমণ সফার। কেউ দূরে কোথাও কেউ আবার হাতের কাছে থাকা শহর ট্রিপে পা বাড়িয়ে থাকেন। বছর শেষে বিশ্বজুড়ে সেই ছবিটাই ধরা দিচ্ছে, তবে নিঃসন্দেহে চেনা লুকে নয়। সাবধানতা অবলম্বন করেই বেরিয়ে পড়তে হচ্ছে মন ভালো রাখার ঠিকানায়। 

আরও পড়ুন- ছুটির মেজাজে আলিয়া-রণবীর, বিয়ের আগেই ফ্যামিলি ট্রিপে ভাইলার মহেশকন্যা

সেলেব মহলেও একই ছবি ধরা পড়ছে। সম্প্রতি নেট দুনিয়ায় সেই ছবি পোস্ট করেই নজর কাড়লেন অভিনেত্রী জয়া আহসান। বর্তমানে তিনি রয়েছে বাংলাদেশে। বেশ কয়েকটি ছবির কাজ চলছে সেখানে। কলকাতেও একাধিক ছবির স্ক্রিপ্ট শুনে রেখেছেন তিনি। তবে এই ব্যস্ততার মাঝেই খানিক নৌকা বিহারে জয়া আহসান। পদ্মার বুকে রোদ গায়ে মেখেই ভাইরাল জয়া। 

সোশ্যাল মিডিয়ার পাতায় সেই ভিডিওই শেয়ার করলেন জয়া। পদ্মার বুকে নৌকাতে বসে খুশ মেজাজ অভিনেত্রীর। পরণে জিনস আর টপ। এক গাল হাসি, পোজ দিয়ে ভিডিও তুলে তা ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন তিনি। ক্যাপসানে লিখলেন পদ্মার পদ্মা ভ্রমণ। চরিত্রের নাম তুলেই ভ্রমণ ক্যপশন বেছে নিলেন জয়া। যা সকলের নজর কাড়ে এক ঝলকেই। 

PREV
click me!

Recommended Stories

সন্তানকে মেরে ফেলার হুমকি! মেসি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন টলিতারকা শুভশ্রী
যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা