বাংলা-হিন্দি তো অনেক হল এবার পালা দক্ষিণের ,নয়া চমক যিশুর

Published : Jan 06, 2020, 02:29 PM ISTUpdated : Jan 06, 2020, 02:31 PM IST
বাংলা-হিন্দি তো অনেক হল এবার পালা দক্ষিণের ,নয়া চমক যিশুর

সংক্ষিপ্ত

বাংলা, হিন্দি তো অনেক হল, এবার পালা দক্ষিণের বেশ কয়েকটি হিন্দি ছবিতে তিনি নিজের অভিনয়ের ছাপ রেখেছেন ইতিমধ্যেই দক্ষিণী ছবি অশ্বত্থামা-তে অভিনয় করতে দেখা যাবে যিশুকে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবি

যিশু সেনগুপ্ত। নামটা শুনলেই যেন নানা ধরনের চরিত্র চোখের সামনে ঘুরপাক খেতে থাকে। টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ তো বটেই এরা পাশাপাশি বলিমহলেও খুবই পরিচিত তিনি। অভিনয় যে তার সহজাত তা বারেবারে প্রমাণ দিয়েছেন তিনি।  একের পর এক ভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরেছেন তিনি। বাংলা ছবির পাশাপাশি হিন্দিটাও যেন তার সহজাত। বাংলা, হিন্দি তো অনেক হল, এবার পালা দক্ষিণের। ঠিক তেমনটাই যেন মনে করাচ্ছেন অভিনেতা।

আরও পড়ুন-মুখোশধারী দুষ্কৃতিদের তান্ডবে জেএনইউ, কড়া প্রতিক্রিয়া বলিউডের...

 

 

বাংলা ছবিতেই যেমন দর্শকরা মুখিয়ে থাকেন তাকে দেখার জন্য ঠিক তেমনই হিন্দি ছবির দর্শকরাও তার জন্য বসে থাকেন। বাদ গেল দক্ষিণ। তাই দক্ষিণকেও সেই তালিকায় সংযোজন করে নিলেন তিনি। বেশ কয়েকটি হিন্দি ছবিতে তিনি নিজের অভিনয়ের ছাপ রেখেছেন ইতিমধ্যেই। এবার কাঁপাতে যাচ্ছেন দক্ষিণী ইন্ডাস্ট্রিকে।  ছবির নাম 'অশ্বত্থামা'। দক্ষিণী অভিনেতা নাগা শৌর্যর  সঙ্গে ছবি করতে চলেছেন টলিপাড়ার বিখ্যাত অভিনেতা।  সম্প্রতি নিজের সোশ্যাল সাইটে শ্যুটিংয়ের  কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেতা।

 

 

গত বছরেই বেশ কয়েকটি হিন্দি ছবি যেমন  'মণিকর্ণিকা ',  'শকুন্তলা দেবী ',  'সড়ক টু '-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন।  শুধু সিনেমায় নয়,বেশ কয়েকটি ওয়েব সিরিজ যেমন সুজয় ঘোষের 'টাইপরাইটার', এছাড়া 'স্কাইফায়ার' নামে একটি সিরিজেও দারুণ অভিনয় করেছেন তিনি। যদিও এর আগেও এনটি রামা রাওয়ের বায়োপিক 'এনটিআর'-এ দেখা গিয়েছিল তাকে। আপাতত আমকাপিং ছবিতে তাকে দেখার অধীর আগ্রহে বসে রয়েছেন দর্শককূল। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবি।

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার