গুরুতর অসুস্থ অবস্থায় এবার হাসপাতালে ভর্তি হলেন সঙ্গীতশিল্পী কবীর সুমন। কয়েকদিন ধরেই শরীরের অবস্থা ভালো যাচ্ছিল না। হঠাৎ-ই ওঠে শ্বাসকষ্ট। এসেছে জ্বরও। লক্ষণ করোনার হওয়ায় হাসপাতালে দ্রুত ভর্তি করানো হয়। এস এস কে এম-এ চলছে চিকিৎসা। দেওয়া হয়েছে অক্সিজেন। করোনা পরীক্ষার জন্য নমুনাও সংগ্রহ করা হয়েছে। এছাড়াও শরীরে আর কোনও সমস্যা আছে কি না জানতে প্রাথমিক বেশ কিছু পরীক্ষাও করানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।