পরকীয়া ঘিরে অশান্তি চূড়ান্তে, সাড়ে তিন লক্ষ টাকা দাবি করেছেন পিঙ্কি, প্রকাশ্যে বিস্ফোরক এবার কাঞ্চন

Published : Jun 22, 2021, 11:35 AM ISTUpdated : Jun 22, 2021, 12:37 PM IST
পরকীয়া ঘিরে অশান্তি চূড়ান্তে, সাড়ে তিন লক্ষ টাকা দাবি করেছেন পিঙ্কি, প্রকাশ্যে বিস্ফোরক এবার কাঞ্চন

সংক্ষিপ্ত

কাঞ্চন মল্লিকের এবার নয়া অভিযোগ টাকা চেয়েছেন পিঙ্কি  এই নিয়ে কি বললেন তাঁর স্ত্রী পরকীয়া ঘিরে বচসা তুঙ্গে

কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের মধ্যে থাকা সম্পর্ক নিয়ে জল্পনা এখন তুঙ্গে। প্রকাশ্যে বাক-বিতন্ডায় এখন উঠে আসছে নানা প্রসঙ্গ। কাঞ্চন মল্লিক পিঙ্কিকে নিয়ে প্রথমেই মন্তব্য করে বসেন, তিনি সেভাবে কখনও সংসারই করেননি। মাত্র ২০ দিন ঘর করেছেন তিনি। ছেলে বেড়ে ওঠা দেখা হয়নি কাঞ্চন মল্লিকের। তবুও নয়টা বছর তিনি চুপ করেই ছিলেন। তবে কেন এই মিথ্যে অপবাদ!

আরও পড়ুন- এই কারণেই কী সইফের গলায় মালা দিয়েছিলেন করিনা, কত কোটির মালিক বেবো বিয়ের পড়ে 

আরও পড়ুন- নায়কের স্বপ্ন নিয়েই অজান্তেই হয়ে উঠলেন 'খলনায়ক', জন্মদিনে রইল 'মোগ্যাম্বো'র বলি সফর 

আরও পড়ুন- এবার বাংলাদেশি ওয়েব সিরিজ ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মে, আসছে দুরন্ত অ্যাকশন নির্ভর 'মহানগর' 

এখানেই শেষ নয়, কাঞ্চন মল্লিক জানান, পিঙ্কি তাঁর থেকে মাসে সাড়ে তিন লক্ষ টাকা করে চেয়এছে। সেই টাকা এখন কোথায় পাবেন তিনি! সামান্য একজন অভিনেতা বলে, তিনি জানান, কয়েকদিন আগেও তো হতে পারত এই বিবাদ, কেন বিধায়ক হওয়ার পর, পাল্টা সুরে পিঙ্কি জানান, সেটাতেই বেশি লাভ হত। বিধায়ক হওয়ার আগে বললে তো আমি বেশি ক্ষতি করতে পারতাম। তাহলে কেন করলাম না। 

পিঙ্কির কথায়, তিনি কোনও টাকাই চাননি। যদি চেয়ে থাকেন, তবে নিঃসন্দেহে প্রশ্ন কোনও প্রমাণ আছে কাঞ্চনের কাছে! কোথায় সেই প্রমাণ! পিঙ্কি আরো বলেন, কাঞ্চন মল্লিকের সামনে তাঁর বান্ধবী তেরে এসেছে তার দিকে, বাচ্ছাটা কাঁপছিল, দেখেও কিছুই বললেননি তিনি। গোপনের ফোনও চেক করতেন কাঞ্চন, ছিল না কোনও প্রাইভেসি। 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে