বাংলাদেশে শুক্রবার মুক্তি পেয়েছে দেব অভিনীত কিডন্যাপ, কতটা প্রভাবিত বাংলাদেশের বক্স অফিস

  • বক্সঅফিসের সাফল্যের জন্য কিডন্যাপ বাংলাদেশে
  • বেশ কয়েকটি স্থানীয় ছবি জায়গা পেল না হলে
  • ১২ই জুলাই বাংলা দেশে মুক্তি পেল কিডন্যাপ 
  • প্রথম তিন দিনে কতটা প্রভাবিত বক্স অফিস

দেব-রুক্মিনী জুটির ছবি কিডন্যাপ কলকাতার বুকে মুক্তি পেয়েছিল চলতি বছর ইদে। সেই রমশুমেই মোটের ওপর ভালোই চলে এই ছবি। এবার ১২ই জুলাই সেই ছবি মুক্তি পেল বাংলাদেশের প্রেক্ষাগৃহে। কলকাতার মতই বাংলাদেশের বিভিন্ন জায়গা সিনেমা হল কর্তৃপক্ষদের মাথায় হাত, সেভাবে বাজার নেই ছবির। ফলেই কলকাতা থেকে ছবি নিয়ে এসে তা দেখানোর সিদ্ধান্ত নেন তারা। 

কিডন্যাপের সঙ্গে এই একই দিনে বাংলাদেশে মুক্তির অপেক্ষায় ছিল আব্বাস ও পাসওয়ার্ড এই দুটি কিন্তু কিডন্যাপ বক্সঅফিসে ভালো প্রভাব ফেলবে সেই আশা নিয়েই সিনেমা হলের সংখ্যা কমেছিল এই দুই ছবির ঝুলিতে। দেশের মোট পঞ্চাশটি হলে মুক্তি পায় এই ছবি। কিন্তু সেখানে আশা অনুরূপ সাফল্যের মুখ দেখল না এই ছবি। ভালোবাসা ডটকম বলে অপর এক ছবিও এই একই দিনে মুক্তির অপেক্ষায় ছিল। তবে হল না পাওয়ার জন্য তা মুক্তি পায়নি এই দিন। 

Latest Videos

 

আরও পড়ুনঃ ভোজন রসিক বাঙালির কথা মাথায় রেখেই ছবির প্রযোজনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

এত আস্থার পরও কিডন্যাপ ছবি কতটা সাফল্য অর্জন করে বাংলাদেশে তাই এখন দেখার। সেখানের দর্শকদের খাছে টলিউডের অভিনেতা অভিনেত্রীদের ছবি খুবই পচ্ছন্দের। ফলেই এই ছবিকে ঘিরে বেজায় আশাবাদী বাংলাদেশে থেকে শুরু করে খোদ অভিনেতা দেব। 

Share this article
click me!

Latest Videos

WB By Election: ‘Madarihat-এ যেই ফলাফলটা হয়েছে সেটা প্রত্যাশিত নয়!’ এ কী বললেন Samik Bhattacharya
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর
ভোটে জিততেই RG Kar সাজানো ঘটনা বলছেন তৃণমূল, একহাত নিলেন Adhir Ranjan Chowdhury
WB By Election Result: Naihati-তে সবুজ ঝড়! এক ধাক্কায় এগিয়ে TMC! উল্লাসের আমেজ গোটা এলাকায়
খেলতে খেলতেই ঘটলো অঘটন! শোকের ছায়া Shantipur-এ, দেখুন | Nadia News Today