দেব-রুক্মিনী জুটির ছবি কিডন্যাপ কলকাতার বুকে মুক্তি পেয়েছিল চলতি বছর ইদে। সেই রমশুমেই মোটের ওপর ভালোই চলে এই ছবি। এবার ১২ই জুলাই সেই ছবি মুক্তি পেল বাংলাদেশের প্রেক্ষাগৃহে। কলকাতার মতই বাংলাদেশের বিভিন্ন জায়গা সিনেমা হল কর্তৃপক্ষদের মাথায় হাত, সেভাবে বাজার নেই ছবির। ফলেই কলকাতা থেকে ছবি নিয়ে এসে তা দেখানোর সিদ্ধান্ত নেন তারা।
কিডন্যাপের সঙ্গে এই একই দিনে বাংলাদেশে মুক্তির অপেক্ষায় ছিল আব্বাস ও পাসওয়ার্ড এই দুটি কিন্তু কিডন্যাপ বক্সঅফিসে ভালো প্রভাব ফেলবে সেই আশা নিয়েই সিনেমা হলের সংখ্যা কমেছিল এই দুই ছবির ঝুলিতে। দেশের মোট পঞ্চাশটি হলে মুক্তি পায় এই ছবি। কিন্তু সেখানে আশা অনুরূপ সাফল্যের মুখ দেখল না এই ছবি। ভালোবাসা ডটকম বলে অপর এক ছবিও এই একই দিনে মুক্তির অপেক্ষায় ছিল। তবে হল না পাওয়ার জন্য তা মুক্তি পায়নি এই দিন।
আরও পড়ুনঃ ভোজন রসিক বাঙালির কথা মাথায় রেখেই ছবির প্রযোজনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
এত আস্থার পরও কিডন্যাপ ছবি কতটা সাফল্য অর্জন করে বাংলাদেশে তাই এখন দেখার। সেখানের দর্শকদের খাছে টলিউডের অভিনেতা অভিনেত্রীদের ছবি খুবই পচ্ছন্দের। ফলেই এই ছবিকে ঘিরে বেজায় আশাবাদী বাংলাদেশে থেকে শুরু করে খোদ অভিনেতা দেব।