বাংলাদেশে শুক্রবার মুক্তি পেয়েছে দেব অভিনীত কিডন্যাপ, কতটা প্রভাবিত বাংলাদেশের বক্স অফিস

Published : Jul 14, 2019, 02:33 PM IST
বাংলাদেশে শুক্রবার মুক্তি পেয়েছে দেব অভিনীত কিডন্যাপ, কতটা প্রভাবিত বাংলাদেশের বক্স অফিস

সংক্ষিপ্ত

বক্সঅফিসের সাফল্যের জন্য কিডন্যাপ বাংলাদেশে বেশ কয়েকটি স্থানীয় ছবি জায়গা পেল না হলে ১২ই জুলাই বাংলা দেশে মুক্তি পেল কিডন্যাপ  প্রথম তিন দিনে কতটা প্রভাবিত বক্স অফিস

দেব-রুক্মিনী জুটির ছবি কিডন্যাপ কলকাতার বুকে মুক্তি পেয়েছিল চলতি বছর ইদে। সেই রমশুমেই মোটের ওপর ভালোই চলে এই ছবি। এবার ১২ই জুলাই সেই ছবি মুক্তি পেল বাংলাদেশের প্রেক্ষাগৃহে। কলকাতার মতই বাংলাদেশের বিভিন্ন জায়গা সিনেমা হল কর্তৃপক্ষদের মাথায় হাত, সেভাবে বাজার নেই ছবির। ফলেই কলকাতা থেকে ছবি নিয়ে এসে তা দেখানোর সিদ্ধান্ত নেন তারা। 

কিডন্যাপের সঙ্গে এই একই দিনে বাংলাদেশে মুক্তির অপেক্ষায় ছিল আব্বাস ও পাসওয়ার্ড এই দুটি কিন্তু কিডন্যাপ বক্সঅফিসে ভালো প্রভাব ফেলবে সেই আশা নিয়েই সিনেমা হলের সংখ্যা কমেছিল এই দুই ছবির ঝুলিতে। দেশের মোট পঞ্চাশটি হলে মুক্তি পায় এই ছবি। কিন্তু সেখানে আশা অনুরূপ সাফল্যের মুখ দেখল না এই ছবি। ভালোবাসা ডটকম বলে অপর এক ছবিও এই একই দিনে মুক্তির অপেক্ষায় ছিল। তবে হল না পাওয়ার জন্য তা মুক্তি পায়নি এই দিন। 

 

আরও পড়ুনঃ ভোজন রসিক বাঙালির কথা মাথায় রেখেই ছবির প্রযোজনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

এত আস্থার পরও কিডন্যাপ ছবি কতটা সাফল্য অর্জন করে বাংলাদেশে তাই এখন দেখার। সেখানের দর্শকদের খাছে টলিউডের অভিনেতা অভিনেত্রীদের ছবি খুবই পচ্ছন্দের। ফলেই এই ছবিকে ঘিরে বেজায় আশাবাদী বাংলাদেশে থেকে শুরু করে খোদ অভিনেতা দেব। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার