স্লিভলেস গ্লিটারস শিফনে 'হটনেস বম্ব', কোঁকড়ানো চুলের হটকে লুকে চেনা দায় 'শ্যামা'কে

Published : Oct 13, 2020, 05:16 PM ISTUpdated : Oct 13, 2020, 05:18 PM IST
স্লিভলেস গ্লিটারস শিফনে 'হটনেস বম্ব', কোঁকড়ানো চুলের হটকে লুকে চেনা দায় 'শ্যামা'কে

সংক্ষিপ্ত

সকলের প্রিয় শ্যামা এখন পুজোর ফোটোশুটে ব্যস্ত নীল রঙের গ্লিটারস শাড়ি, স্লিভলেস ব্লাউজ যেন চেনাই দায় শ্যামাকে  হট লুকের অবতারে শ্যামাকে দেখে বোল্ড আউট নেটিজেনরা  মুহূর্তের মধ্যে লাস্যময়ীর ছবিতে কাঁপছে নেটদুনিয়া

প্রতিদিন সন্ধ্যে হতে না হতেই  শ্যামাকে দেখার জন্য মুখিয়ে থাকে একদল দর্শক। কালো চেহারার মিষ্টি মেয়েটির মধ্যে রয়েছে অনেক গুণ। ঢেউখেলানো চুল, লাল লিপস্টিক, আটপৌরে শাড়ি, কীর্তন গান-এই সবই যেন শ্যামার সঙ্গে যোগ্য সঙ্গত। শ্যামা আর বোল্ড অবতার। এ যেন পুরো বিপরীত। কিন্তু এবার বিপরীতেই বাজিমাত করেছেন সকলের প্রিয় শ্যামা ওরফে শ্যামা। শিফনের শাড়িতে তাকে যেন চেনাই দায়।

আরও পড়ুন-'ফাইট ফেলুদা ফাইট', অক্সিজেন লেভেল ঠিক রাখতেই 'বাইপ্যাপ' সাপোর্টে সৌমিত্র...

সম্প্রতি নিজের ইনস্টা-তে ফোটোশুটের ছবি দিয়ে সকলের নজর কেড়েছেন ঘরোয়া শ্যামা। পরণে নীল রঙের গ্লিটারস শাড়ি,তার সঙ্গে মানানসই স্লিভলেস ব্লাউজ, কোঁকড়ানো চুল-সব মিলিয়ে এ যেন অন্য শ্যামা। আদৌ এটা শ্যামা তো, এই প্রশ্ন ছবি দেখে নেটিজেনরা তুলছেন।

 


মাথায় ঘোমটা, মোটা চওড়া সিঁদুর, আটপৌরে শাড়ি এসব এখন অতীত। বাঙালির সকলের প্রিয় শ্যামা এখন পুজোর ফোটোশুটে ব্যস্ত। আর ফোটোশুটেই সকলের নজর কেড়েছেন অভিনেত্রী। মুহূর্তের মধ্যেই পুরো ছবিই যেন বদলে গিয়েছে।  হট লুকের অবতারে নেটিজেনরা বোল্ড আউট। মুহূর্তের মধ্যে লাস্যময়ীর ছবিতে কাঁপছে নেটদুনিয়া। উপচে পড়ছে কমেন্ট সেকশনও। হবে নাই বা কেন ছাপোষা লুক ছেড়ে বোল্ড চমক দেখতেই ব্যস্ত ভক্তরা।

আরও পড়ুন-বেরিয়ে এল 'বেবিবাম্প', বিয়ের ৪ বছর পর মা হতে চলেছেন শাহিদের প্রাক্তন বান্ধবী...


দিন দুয়েক আগেই তৃতীয় বিবাহবার্ষিকীতে জমকালো উদযাপনের ছবি সকলের সঙ্গে শেয়ার করেছেন 'কৃষ্ণকলি'র শ্যামা। তৃতীয় বিবাহবার্ষিকীর থিম ছিল নীল। একে অপরের সঙ্গে রং মিলিয়ে নীল রঙে ডুব দিয়েছিলেন তিয়াশা ও সুবান। পরণে গাঢ় নীল রঙের শাড়ি, মাথায় অর্কিড, খোলা পিঠের স্লিভলেস ব্লাউজে যেন মোহময়ী অবতারে ধরা দিয়েছিলেন শ্যামা। সুবান কম কীসে, সেক্সি বউয়ের পাশে পাল্লা দিয়ে নীল পাঞ্জাবিতে নজর কেড়েছিলেন খলনায়ক। বিবাহবার্ষিকী সেলিব্রেশনে খলনায়কের সঙ্গে রীতিমতো মালাবদল সেরে একে অপরের সঙ্গে সারাজীবনের সঙ্গী হওয়ারও শপথ নিয়েছেন এই জুটি।

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার