আজই উদ্বোধন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের, কী কী ছবি থাকছে সৌমিত্র ট্রিবিউটে

Published : Jan 08, 2021, 03:55 PM IST
আজই উদ্বোধন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের, কী কী ছবি থাকছে সৌমিত্র ট্রিবিউটে

সংক্ষিপ্ত

শুরু হল ২৬ তম চলচ্চিত্র উৎসব  স্মরণে সৌমিত্র চট্টোপাধ্যায়ের একাধিক ছবি কী কী ছবি থাকছে এবার তালিকাতে  কোন প্রেক্ষাগৃহে কটায় শো 

শুক্রবার ৮ জানুয়ারি, উদ্বোধন হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। প্রতিবছরের মত জাঁকজমক ব্যবস্থা না থাকলেও এবারও সিনেমা দিয়ে ঢেলে সাজানো হচ্ছে এই উৎসবকে। নবান্ন সভাঘর থেকে ভার্চ্যুয়াল উদ্বোধনে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে যযোগ দেবেন অনলাইলে শাহরুখ খান। বুধবারই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনই খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন- রক এন রোলই ছিল অস্ত্র, যা দিয়ে এলভিস বর্ণবাদী-রক্ষণশীল আমেরিকার শ্বেতাঙ্গ সমাজে আঘাত হেনেছিলেন

২০২০ সালে এই উৎসব হওয়ার কথা ছিল। খানিক সময়ের ব্যবধানে আয়োজন করা হল সবকিছুই। তবে সতরেকতা মেনেই এবার কড়া নজরদারি চলচ্চিত্র উৎসবে। ২০২০ বিশ্বের কাছে যেন এক অভিশপ। বিনোদন জগতের জন্যও বটে। বলিউড থেকে টলিউড। মাথার ওপর থেকে সরে গিয়েছে মহীরুহের দল। টলিউডে নেই সৌমিত্র চট্টোপাধ্যায়। সকলের কথায়, টলিউড যেন অভিভাবকহীন হয়ে পড়েছে। আর সেই কিংবদন্তী অভিনেতার স্মরণেই এবার রাখা হল বিশেষ বিশেষ ছবির সম্ভার। 

 

 

দেখে নেওয়া যাক সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাছাই করা কোন কোন ছবি থাকছে এবার চলচ্চিত্র উৎসবে। 

প্রতিদিন শিশির মঞ্চে ঠিক সন্ধ্যা ৬টায় একটি করে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবি রাখা হয়েছে দর্শকদের জন্য। জেনে নিন সেই তালিকা...

পদক্ষেপ – ৯ জানুয়ারি 

বহমান – ১০ জানুয়ারি 

দেখা – ১১ জানুয়ারি 

গণদেবতা – ১২ জানুয়ারি 

হুইল চেয়ার- ১৩ জানুয়ারি 

আকাশ কুসুম- ১৪ জানুয়ারি 

ময়ূরাক্ষী- ১৫ জানুয়ারি, পাশাপাশি এই একই দিনে দেখানো হবে কোনি চলচ্চিত্র শতবর্ষ ভবনে সন্ধ্যা ৬টায়। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার