'একলা চলো রে', একাকিত্বেই লুকিয়ে মধুমিতার সুখ, পাহাড় ভেঙে উঠতে গিয়েই কি এই উপলব্ধি

  • 'একলা চলো রে' হল মধুমিতার জীবনের একমাত্র লক্ষ্য
  • কঠিন হাইকে গিয়ে এমনই অনুভূতির কথা জানালেন অভিনেত্রী
  • বিলাসিতা ছেড়ে পাহাড় ভেঙে উঠতে ব্যস্ত তিনি
  • ভিডিওতে ধরা পড়ল মধুমিতার এক অন্য লড়াই

Asianet News Bangla | Published : Jan 3, 2021 5:54 AM IST / Updated: Jan 04 2021, 05:05 AM IST

পাহাড়ি পরিবেশে বছরের প্রথমদিনগুলি কাটানোর মজাই আলাদা। শীতের সকাল, চারাদিকে কুয়াশা, বেলা বাড়লেই মিঠে রোদ এসে পড়ে শরীরে। এই পরিবেশে থাকলেই মন ভাল হতে এক মুহূর্তও লাগে না। তেমনই মধুমিতা সরকারও পাহাড়ি পরিবেশে গিয়ে জীবনের সবচেয়ে বেশি শান্তি পান তিনি। নতুন বছর সেখানেই কাটাচ্ছেন তিনি। চারিদিকে পাহাড়, হাতে এক কাপ চা, শীতের সকাল, এভাবেই কাটছে মধুমিতার সময়। 

এই পাহাড়ি পরিবেশে নিজের অভিনেত্রী সত্ত্বাকে হারিয়ে প্রতিবারই এক অন্য মধুমিতাকে খুঁজে পান তিনি। তবে তা নিয়ে কোনও আক্ষেপ নেই অভিনেত্রীর। বরং সেই হারিয়ে যাওয়াকেই আনন্দের সহিত মেনে নিলেন তিনি। এই হারিয়ে যাওয়া অবশ্য সত্যিকারের হারিয়ে যাওয়া নয়। রঞ্জু ভ্যালির কঠিন একটি হাইকে বেরিয়ে পড়েছিলেন তিনি। কঠিন এই হাইকে পাথরে সাবধানে পা রেখে এগোচ্ছেন মধুমিতা। গাইড রয়েছেন তাঁকে সাহায্যের জন্য। যদিও সাহায্য ছাড়াই হাইকিংয়ে পারদর্শী মধুমিতা।

আরও পড়ুনঃKiss অফ লাভ, বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন মিমি-ওম, নেটদুনিয়ার ভাইরাল ছবি

 

বছরের শুরুতে অন্যান্য তারকাদের প্রোফাইলে যেখানে নাইটক্লাব, রুফটপ পার্টির ছবি ভিডিও ভাইরাল হয়ে চলেছে সেখানে মধুমিতার ইনস্টাগ্রাম যেন অন্য এক জগৎ। পাহাড়ি পরিবেশে আশাপেশ নেই কেউ। জনমানবহীনশূণ্য এমন রাস্তায় হেঁটে যাওয়ার মজাই আলাদ। মধুমিতা নিজের বহু সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি পাহাড় কতটা ভালবাসেন। তাঁর কাছে অ্যাডভেঞ্চার মানেই ট্রেকিং, হাইকিং, ক্যাম্পিং। নিজের অ্যাডভেঞ্চারকেই ফিরে পেতে ফের পাহাড়ে ছুটে গিয়েছেন, কাটাচ্ছেন নতুন বছর।  

 

 

Share this article
click me!