Kiss অফ লাভ, বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন মিমি-ওম, নেটদুনিয়ার ভাইরাল ছবি
First Published Jan 3, 2021, 12:30 PM IST
২০২০ অগণিত খারাপ খবরে ভরিয়ে দিয়েছিল মানুষের জীবন। ২০২১-এর দিকে সকলে হাঁটতে শুরু করেছে নতুন আশার আলো নিয়ে। নতুন বছর পড়তেই সকলের জীবনের আনন্দের ঘনঘটা। বিশেষ করে তারকাদের জীবনে শুরু হতে চলেছে নতুন পথচলা। পেশাগত দিক থেকে নয়, সবটাই ব্যক্তিগত জীবনে। কেউ বাগদান পর্ব সারছেন, তো কেউ একেবারে ছাদনাতলায়। তেমনই রেজিস্ট্রি ম্যারেজ সেরে ফেললেন মিমি এবং ওম।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন