এক কাপ চা-এ চুমুক দিয়েই হারিয়ে গেলেন মধুমিতা, অভিনেত্রীর সঙ্গে কি রয়েছেন বিশেষ কেউ

  • পাহাড়ে ঘুরতে গিয়ে হারিয়ে গেলেন মধুমিতা সরকার
  • তবুও নেই কোনও আক্ষেপ
  • বরং ফোন নিয়ে শ্যুট করতে হয়ে গেলেন ব্যস্ত
  • এক কাপ চা-এ চুমুক দিয়েই কাটছে অভিনেত্রীর শীতের সকাল

পাহাড়ি পরিবেশে বছরের প্রথমদিন কাটানোর মজাই আলাদা। শীতের সকাল, চারাদিকে কুয়াশা, বেলা বাড়লেই মিঠে রোদ এসে পড়ে শরীরে। এই পরিবেশে থাকলেই মন ভাল হতে এক মুহূর্তও লাগে না। তেমনই মধুমিতা সরকারও পাহাড়ি পরিবেশে গিয়ে জীবনের সবচেয়ে বেশি শান্তি পান তিনি। নতুন বছর সেখানেই কাটাচ্ছেন তিনি। চারিদিকে পাহাড়, হাতে এক কাপ চা, শীতের সকাল, এভাবেই কাটছে মধুমিতার সময়। 

এই পাহাড়ি পরিবেশে হঠাৎই হারিয়ে গেলেন মধুমিতা। তবে তা নিয়ে কোনও আক্ষেপ নেই অভিনেত্রীর। বরং সেই হারিয়ে যাওয়াকেই আনন্দের সহিত মেনে নিলেন তিনি। এই হারিয়ে যাওয়া অবশ্য সত্যিকারের হারিয়ে যাওয়া নয়। নিজের অভিনেত্রী সত্ত্বা হারিয়ে এক অন্য মানুষের সত্ত্বা খুঁজে পেয়েছেন পাহাড়ি পরিবেশে। চাপের কাপ হাতে নিয়ে চারিদিকের ভিডিও করে শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে। সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলছে, 'বার বার দেখো' গানটি। 

Latest Videos

আরও পড়ুনঃদুবাইতে হিপহপ রূপে মিমি, ফাইভ স্টারের শোভা বারালেন সাংসদ-অভিনেত্রী

 

 

পাহাড়ি পরিবেশে এই গানের চেয়ে পারফেক্ট গান বোধহয় সত্যি আর নেই। অন্যান্য তারকাদের প্রোফাইলে যেখানে নাইটক্লাব, রুফটপ পার্টির ছবি ভিডিও ভাইরাল হয়ে চলেছে সেখানে মধুমিতার ইনস্টাগ্রাম যেন অন্য এক জগৎ। পাহাড়ি পরিবেশে আশাপেশ নেই কেউ। জনমানবহীনশূণ্য এমন রাস্তায় হেঁটে যাওয়ার মজাই আলাদ। মধুমিতা নিজের বহু সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি পাহাড় কতটা ভালবাসেন। তাঁর কাছে অ্যাডভেঞ্চার মানেই ট্রেকিং, হাইকিং, ক্যাম্পিং। নিজের অ্যাডভেঞ্চারকেই ফিরে পেতে ফের পাহাড়ে ছুটে গিয়েছেন, কাটাচ্ছেন নতুন বছর।  

 

 

Share this article
click me!

Latest Videos

India-Bangladesh সীমান্তে উদ্ধার Pakistani মর্টার! চরম উত্তেজনা Dinhata-এ | Cooch Behar News Today
'বাজপেয়ীজি না থাকলে তৃণমূলের জন্মই হত না' লোকসভায় বিস্ফোরক মন্তব্য Samik Bhattacharya-র
ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে 'বিস্ফোরক' প্রতিক্রিয়া চিরঞ্জিতের | Chiranjeet | India Bangladesh News
Bangla News Live : মোদীকে চরম হুঁশিয়ারি দিলেন সারজিস আলম | PM Modi | Sarjis Alam
Potato Price Hike : Kolkata-র বাজারে আলুর দাম বাড়িয়ে বিক্রি! অ্যাকশনে টাস্ক ফোর্স