পঞ্চমীতে কী 'ভাইবস' নিয়ে এলেন মধুমিতা, হটশট ছবিতে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী

Published : Oct 21, 2020, 11:52 PM ISTUpdated : Oct 22, 2020, 04:34 AM IST
পঞ্চমীতে কী 'ভাইবস' নিয়ে এলেন মধুমিতা, হটশট ছবিতে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী

সংক্ষিপ্ত

পুজো শুরুই হয়ে গিয়েছে মধুমিতাও জোর কদমে করছেন পুজোর প্ল্যান পঞ্চমীতে ভিন্ন অবতারে ধার দিলেন মধুমিতা তাঁর রূপ দেখেই ভক্তদের মতে মধুমিতা যেন 'হলুদ পাখি' 

মধুমিতা সরকারের পুজো মানেই ফ্যাশন ও রূপের বহর। পঞ্চমীতে সেজে উঠলেন হলুদ রঙের কুর্তিতে। তাঁর এই ভিন্ন অবতারে ভক্তদের মনে পড়ে গিয়েছে 'সেই যে হলুদ পাখি' গানটির কথা। মধুমিতার এবার পুজো কাটাবে ভক্তদের সঙ্গে। এমনটা খোদ জানালেন অভিনেত্রী। পুজোর প্ল্যান কী, এই প্রশ্নটিই সকলকে করলেছিলেন মধুমিতা। সেখানেই এক ভক্ত লেখে সে তাঁর সঙ্গে ঘুরতে যেতে যায়। মধুমিতাও নিমেষে উত্তর দেয় তিনিও সেই ভক্তের সঙ্গে যেতে রাজি। মধুমিতার সঙ্গে ভক্তের এই পুজো প্ল্যান নিয়ে রীতিমত উৎসাহিত সকলে। যদিও কথাটি খেলার ছলেই লেখা। তবে এই মজাই বা কম কোথায়। 

প্রসঙ্গত, সামাজিক দূরত্ব খনিকের জন্য ভুলেছেন টলিউডের গুটি কতক তারকারা। সেই তালিকায় রয়েছেন মধুমিতা সরকার, পায়েল সরকার, সঞ্জনা বন্দ্যোপাধ্যায়, জন ভট্টাচার্য, রাজদীপ গুপ্তা, সহ আরও কয়েকজন। সামাজিক দূরত্ব ভুলে আগের মত পার্টি করার পিছনে রয়েছে নাইটলাইফ, ক্লাবিং। বহুদিন ক্লাবিং করেন না কেউই। করোনা আবহ, লকডাউন, সামাজিক দূরত্বের জেরে বন্ধ হয়েছে সবই। সম্প্রতি একটি ব্র্যান্ড প্রচারের জন্য হয়েছিলেন তাঁরা। সেখানেই মাস্ক ছাড়া একে অপরের সঙ্গে জড়াজড়ি করে নিজেদের পার্টি অ্যানিমাল জাগিয়ে তুলেছেন মধুমিতা, পায়েল, জন, সঞ্জনা, রাজদীপ। 

আরও পড়ুনঃসৃজিত-মিথিলা সংসারে নতুন দুই সদস্য, সুখবর দিলেন বাংলাদেশি সুন্দরী

আরও পড়ুনঃবিগ বস হাউজে থেকেই প্রেমে পড়লেন কুমার শানুর ছেলে জান, কে সেই মহিলা জেনে নিন

কালো পোশাকে সেজে উঠে ক্লাবিংয়ের তালে নেচে উঠেছিল সকলের মন। মন খুলে দীর্ঘদিন পর নাচ করলেন তাঁরা। সেই ভিডিওগুলি পোস্ট করেছিলেন সঞ্জনা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন তিনি। সেখান থেকেই আপাতত রীতিমত ভিডিও, ছবি ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। যশের দুই নায়িকা মধুমিতা এবং সঞ্জনাকে দেখা গিয়েছে জড়াজড়ি করে একে অপরের সঙ্গে নাচ করতে। পরিবেশের মজা নিতে। সেখানে যোগদান করেছিলেন জন, রাজদীপ, পায়েল সহ অনেকে। 

PREV
click me!

Recommended Stories

প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে হিরণের? আইন কী বলছে জানুন
বন্দুক হাতে ফিরছে মন্টু! আট বছর পরে ফের নতুন সিজনের অপেক্ষায় দর্শকরা