মিমি জীবনে কী হল হঠাৎ, হিংসার জন্য নেই কোনও জায়গা, সাফ জানিয়ে দিলেন অভিনেত্রী

  • লন্ডনে চলছে মিমি চক্রবর্তীর ছবির শ্যুটিং
  • সেই শ্যুটিংয়ের ফাঁকেই দিলেন বিশেষ বার্তা
  • বার্তায় রয়েছে 'হিংসা'র ছোঁয়া
  • পরিষ্কার করে কী জানালেন অভিনেত্রী

লন্ডনে জোর কদমে চলছে মিমি চক্রবর্তীর আগামী ছবির শ্যুটিং। সেখানেই শ্যুটিংয়ের ফাঁকে ফোটোশ্যুট চলছে মিমির। ফোটোশ্যুটে দিলেন এক বার্তা। হিংসা নিয়ে এই বার্তা ছিল সম্ভবত ট্রোলার কিংবা পৃথিবীর সমস্ত রকমের হিংসার জন্য। একটি পোস্টের মাধ্যমে লিখলেন, "জীবন খুবই ছোট, হিংসার জন্য কোনও সময় নেই।" মিমির এই পোস্টে কেবল পজিটিভিটির ছোঁয়া। প্রসঙ্গত, যে সময় সবেমাত্র কোভিড ধীরে ধীরে থাবা বসাচ্ছে ভারতে। 

বাংলাতেও মাথা চারা দিয়ে উঠছে এক একটি কেস। সেই সময় লন্ডন থেকে তড়িঘড়ি ফিরে এসেছিলেন মিমি। লন্ডনে ছবির শ্যুটিংয়ের জন্য ছিলেন তিনি। প্যানডেমিকে ওখানে আটকে না থেকে সঠিক সময় সিদ্ধান্ত নিয়ে ফিরে আসেন। সেই পরিস্থিতি কাটিয়ে এবার ফের রওনা দিচ্ছেন লন্ডন। যার আগে তিনি করিয়ে ফেলেন কোভিড পরীক্ষা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। পিপিই কিট পরে স্বাস্থ্যকর্মী মিমির নমুনা সংগ্রহ করেন। 

Latest Videos

আরও পড়ুনঃবয়স প্রায় ৮০ ছুঁই ছুঁই, পায়েলের যৌন আবদেন আজও টানটান

 

মিমি জানান তিনি এবং তাঁর গোটা টিম কোভিড পরীক্ষা করিয়েছেন। সকলেরই পরীক্ষার ফলাফল সৌভাগ্যবসত নেগেটিভ এসেছে। আপাতত মিমি লন্ডনে নিজের ছবির শ্যুটিং শেষ করার জন্য রীতিমত ব্যস্ত। লন্ডনে চলছে ঘনিষ্ঠ বান্ধবী নুসরত জাহানের ছবির শ্যুটিংও। দু'জনের ছবির শ্যুটিংয়ের মাঝেই একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। লন্ডনের এক ক্যাফেতে দেখা গিয়েছে তাঁদের। মিমি এবং নুসরত দু'জনের তাঁদের বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। 

আরও পড়ুনঃশরীরি আবেদনে খুশির খবর পাড়লেন মনামী, ব্যাকলেস ব্লাউজে মোহময়ী অভিনেত্রী

 

দিন কতক আগে নুসরতের একটি ভিডিও ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। ফাঁকা রাস্তা, দু'পাশে ঘন জঙ্গল। মাঝ দিয়ে চলেছেন অভিনেত্রী নুসরত জাহান। আপাতত লন্ডনে ছবির শ্যুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। তবে কোথায় ছুঁটলেন তিনি। দু'পাশে জঙ্গলের মাঝ দিয়েই কোথায় যাচ্ছেন তিনি। লন্ডনে 'স্বস্তিক সংকেত'র ছবির শ্যুটিং করছেন নুসরত। সেখানেই কি তবে এই জঙ্গলের রাস্তা ধরে ঘুরতে বেরিয়েছেন তিনি। মজেছেন রোম্যান্সেও। তবে নিখিলের সঙ্গে নয়, পরিবেশের সঙ্গে। নেচার লাভার বলেই এমন মেজাজে নুসরত। 

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News