সোশ্যাল সাইটে করোনা আক্রান্তের খবর দিলেন শ্রীলেখা মিত্র। সঙ্গে ফেসবুক লাইভে কটাক্ষ গঙ্গাসাগর মেলার আয়োজনকে। অন্যদিকে কোভিড নেগেটিভ মীর।
গোটা বিশ্বজুড়ে প্রতিনিয়ত উর্ধ্বমুখী হচ্ছে কোভিড গ্রাফ। বিনোদন মহলের দিকে একটু আলোকপাত করলে দেখা যাচ্ছে একের পর এক তারকা রোনা আক্রান্ত হচ্ছেন। বলিউড হোক বা টলিউড, করোনা আক্রান্তের চিত্রটা কিন্তু প্রায় একই রকম। রাজ চক্রবর্তী থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল, পরমব্রত, দেব, রুক্মিনী সহ বহু তারকা করোনা আক্রান্ত হয়েছেন। এবার সেই তালিকার নয়া সংযোজন আরেক টলি তারকা শ্রীলেখা মিত্র। প্রতিটি পরিচালক-প্রযোজন থেকে অভিনেতা-অভিনেত্রীর মত শ্রীলেখা মিত্রও সোশ্যাল সাইটে নিজের কোভিড পজেটিভ হওয়ার খবর প্রকাশ্যে আনলেন। সোশ্যাল সাইটে শুক্রবার শ্রীলেখা প্রথমে একটি পোস্ট করেন। সেখানে লেখেন আরটিপিসিআপ টেস্ট করিয়েছেন। এখন রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। তিনি আবার মজা করে লেখেন, করোনা রিপোর্টের জন্য যেভাবে অপেক্ষা করে রয়েছেন সেভাবে কোনও দিন বয়ফ্রেন্ডের চিঠির জন্য বোধয় অপেক্ষা করেন নি। এই পোস্টের কিছুক্ষণের মধ্যেই আরেকটি পোস্ট করেন অভিনেত্রী। সেখানে শুধু একটাই কথা লেখা, পজেটিভ। অর্থাৎ টলিপাড়ায় আরও এক কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ল। এরপর ফেসবুক লাইভও করেন বং অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
ফেসবুক লাইভে এসে শ্রীলেখা বলেন, তিনি নিজের সুরক্ষার কথা ভেবে একটা টেস্ট করিয়েছিলেন। কিন্তু রিপোর্ট পজেটিভ আসবে সেটা তিনি মোটেই ভাবেননি। কারন তাঁর মধ্যে কোনও উপসর্গই ছিল না। নিজের রিপোর্টের কথা বলার পাশাপাশি করোনা পরিস্থিতিতে এই রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্য পরিস্থিতি কতটা বিঘ্নিত হচ্ছে সেই বিষয়ও কথা বলেন শ্রীলেখা। কোভিডের বাড়বাড়ন্তের জন্য পড়ুয়াদের ক্ষতি হচ্ছে সেই ব্যাপারে যথেষ্ঠ উদ্বিগ্ন তিনি। সেই সঙ্গে করোনা যেভাবে চিকিৎসক, নার্সদের শরীরে থাবা বসাচ্ছে সেটি নিয়েও চিন্তিত তিনি। অন্যদিকে ফেসবুক লাইভে এসে গঙ্গাসাগর মেলার আয়োজন নিয়ে কটাক্ষ করতে ছাড়েন নি নায়িকা। এই মেলার ফলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে সেই দিকেই ইঙ্গিত দিয়েছেন নায়িকা।
আরও পড়ুন-ফের রুপোলি পর্দায় ফিরছে সত্যজিৎ রায়ের নস্টালজিয়া,সৌজন্যে সুমন মৈত্রের আবার অরণ্যের দিন রাত্রি
একদিকে সকলে করোনার কবলে পড়ার খবর শোনাচ্ছেন তখন অন্যদিকে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বিশেষ্ট সঞ্চালক মীর। তিনিও জানালেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আরটিপিসিআর টেস্ট করিয়েছিলেন। তবে সৌভাগ্যবসত টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই বিগত কয়েকদিনে যারা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের কোভিড টেস্টের প্রয়োজন নেই বলে জানিয়েছেন একাধারে সঞ্চালক ও অভিনেতা মীর।