সিদ্ধার্থ ও তার পরিবারের পাশে থাকার অঙ্গীকার সোমের, আজ ও কাল কী ঘটতে চলেছে ধারাবাহিক 'মিঠাই'-তে

সোমের জন্মদাতা পিতা মোটেই নয় সমরেশ। এত বড় সত্যিটা সকলের সামনে এনে শ্বশুরকে চরম অপমানের হাত থেকে রক্ষা করল মিঠাই পাশাপাশি সিদ্ধার্থর কাছে তার বাবার সম্মান ফিরিয়ে দিল সকলের আদরের মিঠাই রানি। অন্যদিকে সকলের সামনে চোখ খুলে গেছে সোমের। সম্প্রতি জি বাংলার চ্যানেলের পক্ষ থেকে নতুন প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে। আজ ও কাল কী কী চমক আসতে চলেছে তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।

টিআরপি-লিস্টে সকলের শীর্ষে রয়েছে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। একটানা  বহুদিন ধরে শীর্ষস্থানে রয়েছে এই ধারাবাহিক।  আর এই সিরিয়ালের যিনি সবচেয়ে মূল আকর্ষণ তিনি হলেন সকলের প্রিয় মিঠাই রানি। টেলি সিরিয়ালের সবচেয়ে পছন্দের নায়িকাও তিনি।  তার রূপের জাদুতে মুগ্ধ দর্শক। টিআরপি-র তালিকায় ছক্কা হাঁকানো থেকে বাঙালির সর্বত্র চর্চায় রয়েছেন মিঠাই রানি। প্রতিদিন সন্ধে ৮ টা হতেই মোদক পরিবারের খুনসুটি দেখতেই মুখিয়ে রয়েছেন দর্শকরা। মিঠাই  ধারাবাহিকে একের পর এক চমক আসতে চলেছে। যা দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। অবশেষে নিজের ভুল এতদিনে বুঝতে পেরেছে সিদ্ধার্থ। 

ফের মোদক পরিবারের মুখে হাসি ফোটাল মিঠাই। সোমের বায়োলজিক্যাল বাবা যে সমরেশ নয়, তাও ফাঁস করে দিল মিঠাই। সিদ্ধার্থ ও তার পরিবারের সামনে আসল সত্যিটা সামনে এল। সকলের সামনে মিঠাই আবারও প্রমাণ করে দিলেন তার শ্বশুরমশাই সমরেশ পুরোপুরি নির্দেোশ। ডিএনএ  রিপোর্ট বদলে  দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল কার বড়বাবুকে। সোমের জন্মদাতা পিতা মোটেই নয় সমরেশ। এত বড় সত্যিটা সকলের সামনে এনে শ্বশুরকে চরম অপমানের হাত থেকে রক্ষা করল মিঠাই পাশাপাশি সিদ্ধার্থর কাছে তার বাবার সম্মান ফিরিয়ে দিল সকলের আদরের মিঠাই রানি। অন্যদিকে সকলের সামনে চোখ খুলে গেছে সোমের। সম্প্রতি জি বাংলার চ্যানেলের পক্ষ থেকে নতুন প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে। আজ ও কাল কী কী চমক আসতে চলেছে তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।

Latest Videos

প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে, মায়ের ছবি দেখতে সিদ্ধার্থ। সেই সময়েই সিদ্ধার্থর ঘরে ঢোকে সোম এবং  ভাইকে বলে সবকিছু হঠাৎ করে পাল্টে গেছে না রে ভাই। পাল্টা সিদ্ধার্থ বলে কিছু পাল্টায়নি সোম দা, সবকিছু আগের মতো আছে। তোমার মামনির কথা গুলেো কিন্তু আমার সবসময় মনে থাকবে । আমার আর তোমার সম্পর্ককে কখন এপাশ-ওপাশ হতে দেব না। আমি সবসময়  তোমার পাশে ছিলাম, আছি থাকব। এই ভরসা দাদা সোমকে দেয় সিদ্ধার্থ। সোমও তার ভাইকে বলে জানি তুই সবসময় আমার পাশে ছিলি, এবার আমিও তোর পাশে এবং পুরো পুরিবারের পাশে থাকব, কথা দিলাম।  মামনি তো আমার সত্যিকারের মা। তবে এই জয়িতা ম্যাডামটা আমি খুঁজে বের করব, এবার  কী হবে জয়িতা ম্যাডামের, তা জানার জন্য আগ্রহ বাড়ছে দর্শকদের মধ্যে। ত্রিদিবেশ ও জয়িতার পরিণতি এবার কী হবে, তার অপেক্ষাতেই মিঠাই দর্শকরা।
 

Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari