শ্রাবন্তীর কোলে এল ফুটফুটে পুত্রসন্তান, 'বীরপুরুষ'-এর ছবি দিয়ে সুখবর দিলেন নায়িকা

Published : Jul 12, 2021, 09:33 AM ISTUpdated : Jul 12, 2021, 10:02 AM IST
শ্রাবন্তীর কোলে এল ফুটফুটে পুত্রসন্তান, 'বীরপুরুষ'-এর ছবি দিয়ে সুখবর দিলেন নায়িকা

সংক্ষিপ্ত

মা হলেন টলিপাড়ার মডেল-অভিনেত্রী শ্রাবন্তী  শ্রাবন্তীর কোলে এল ফুটফুটে পুত্রসন্তান  সোশ্যাল মিডিয়ায় একরত্তির ছবি শেয়ার করেছেন নায়িকা ছেলের ছবি শেয়ার করে নায়িকা জানিয়েছেন, বীরপুরুষ এসেছে তার ঘরে  

 অপেক্ষায় অবসান। মা হলেন টলিপাড়ার মডেল-অভিনেত্রী শ্রাবন্তী।  শ্রাবন্তীর কোলে এল ফুটফুটে পুত্রসন্তান। দীর্ঘ ৯ মাস ধরে গর্ভের অস্তিত্ব অনুভব করছিলেন নায়িকা। ছেলের হওয়ার পরই নিজের সোশ্যাল মিডিয়ায় একরত্তির ছবি শেয়ার করেছেন নায়িকা। ছেলের ছবি শেয়ার করে নায়িকা জানিয়েছেন, বীরপুরুষ এসেছে তার ঘরে।

গত ৭ জুলাই কলকাতার এক বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন শ্রাবন্তী। ছেলের জন্মের প্রথম ঝলকও শেয়ার করলেন নায়িকা। ছবিতে মায়ের হাত ধরে রয়েছেন একরত্তি। ছবির ক্যাপশনে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষের পংক্তি, 'আমি যেন তোমায় বলছি ডেকে,'আমি আছি, ভয় কেন মা করো !' আমার 'বীরপুরুষ' ০৭/০৭/২০২১ মায়ের কোলে এসে সমানে অভয় দিয়ে চলেছে'।

 

 

গত মে মাসে মা হওয়ার খবর প্রথম প্রকাশ্যে এনেছিলেন শ্রাবন্তী। সেক্সি মারকাটারি ফিগারের ছবি দিয়ে নয়, বরং বেবিবাম্পের ছবি দিয়েই সুখবর ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন নায়িকা। কয়েকদিন আগেই প্রেগন্যান্সির ছবি শেয়ার করে অনুরাগীদের তাক লাগিয়েছিলেন নায়িকা।গর্ভাবস্থার মধ্যেও গ্ল্যামার যেন দ্বিগুণ বেড়েছে। ঝড়ের গতিতে ছবি ভাইরাল। ইতিমধ্যেই অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেবিবাম্পের অনেক ছবিই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এবার সদ্যোজাতর ছবি দেখার জন্যই মুখিয়ে রয়েছেন ভক্তরা।

 

 

 স্বামী রঞ্জন মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ ৭ বছরের দাম্পত্য জীবন। বর্ধমানের সরকারি স্কুলের শিক্ষক রঞ্জন। আর শ্রাবন্তী অভিনেত্রী, যিনি কলকাতাতেই বেশি থাকেন। যার ফলে বছরের বেশিরভাগ সময়টাই আলাদাই কাটে শ্রাবন্তী-রঞ্জনের। এত বছর বাদে স্বামীর সঙ্গে এতটা সময় কাটাতে পেরে ভীষণই খুশি অভিনেত্রী শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়।  এতদিন দূরে থাকার জন্যই সন্তান পরিকল্পনা করতে পারেননি শ্রাবন্তী, তেমনটাই প্রথমসারির সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী। নক্সাল, জাজমেন্ট ডে-র মতো একাধিক ওয়েব সিরিজে কাজ করেছেন শ্রাবন্তী। সোশ্যালে অ্যাক্টিভ অভিনেত্রী শ্রাবন্তী অভিনয়ের পাশাপাশি ইউটিউবার হিসেবেও পরিচিত। 

PREV
click me!

Recommended Stories

সন্তানকে মেরে ফেলার হুমকি! মেসি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন টলিতারকা শুভশ্রী
যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা