মনামী ঘোষের LBD-তে নজর সাইবারবাসীর, মুম্বইয়ের গ্ল্যামারকে হার মানালেন বঙ্গতনয়া

  • মনামী ঘোষের LBD-তে নজর সাইবারবাসীর
  • মুম্বইয়ের গ্ল্যামারকে হার মানালেন বঙ্গতনয়া
  • ছবিতে চুঁইয়ে পড়ছে হটনেস
  • নিমেষে ভাইরাল হলেন অভিনেত্রী

অভিশপ্ত ২০২০-র শেষের দিনগুলি যেন কাটতেই চাইছিল না। করোনা আবহে বিশ্বাসী নাজেহাল। ইতিমধ্যেই তিলোত্তমায় প্রবেশ করেছেন কোভিডের নতুন স্ট্রেন। যার ভয় অবশ্য কোনও মানুষেরই নেই। কারণ প্রত্যেকেই এখন ২০২১-কে স্বাগত জানাতে ব্যস্ত। অন্যান্য বছরের নিউ ইয়ার ইভের চেয়ে এই বঠরের নিউ ইয়ার অবশ্যই ছিল আলাদা। ২০২০-র মত অভিশপ্ত বছর আর নেই বলেই দাবি মানুষের। যার জেরে উদ্দাম সেলিব্রেশনের সহিত ২০২০-কে বিদায় জানাল বিশ্ববাসী।

নাইটক্লাবে পার্টি অথবা বাড়ির ছাদে হই হুল্লোড়, এইভাবেই চলেছে সকলের নিউ ইয়ার ইভ উদযাপন। বর্ষশেষে সকল বাঙালির ঘুরু ঘুরু মন ছিল। এতদিন করোনা আবহে বন্ধ ছিল পর্যটন কেন্দ্র, এখন সবই প্রায় খুলে গিয়েছে। যার জেরে তড়িঘড়ি টিকিট কেটেই ঘোরার জন্য ব্যস্ত হয়ে পড়েছে আপামর বাঙালি। মনামীও একই পথে হেঁটেছেন। অর্থাৎ ভ্যাকেশনে বেরিয়ে পড়েছেন অভিনেত্রী মনামীও। টাইট শিডিউল থেকে ছুটি পেতেই ছুটলেন কলকাতার বাইরে। মুম্বইয়ে পাড়ি দিয়েছেন মনামী। 

Latest Videos

আরও পড়ুনঃশর্ট ড্রেসে 'মোহর'র নয়া অবতার, শঙ্খের পরিবারকে উপেক্ষা করেই হট সাজে সোনামণি

 

তবে কাজের জন্য নাকি ঘুরতে তা অবশ্য জানা যায়নি। যেখানে অধিকাংশ মানুষ ছুটি কাটাতে পাহাড় কিংবা সমুদ্র বেছে নিচ্ছেন সেখানে মনামী ভিড় খুঁজে নিয়েছেন। স্বপ্নের নগরী মুম্বইতে পা রাখার আগেই সমস্ত আপডেট নিজের সোশ্যাল মিডিয়া সাইটে প্রকাশ্যে আনলেন তিনি। কালো রঙের এলবিডিতে দেখা গেল তাঁকে। অর্থাৎ কালো শর্ট রাফল ড্রেসে নেটদুনিয়া কাঁপালেন মনামী। একের পর এক ছবিতে গ্ল্যামার চুঁইয়ে পড়ছে। নো মেকআপ লুকে ধরা দিয়ে মন্ত্রমুগ্ধ করলেন ভক্তদের।

 

/p>

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury