কালো শিফনে মনামীর উষ্ণতা, ভিডিও ছড়িয়ে পড়ল হটনেসের সাতকাহন

  • কালো শিফন শাড়িতে মনামী ঘোষ
  • স্লো মোশনের হাওয়ায় উড়ছে চুল
  • রূপ ঠিকরে পরছে অভিনেত্রীর
  • ভিডিও ভাইরাল হল নেটদুনিয়ায় 

কালো শিফনে সেজে উঠেছেন মনামী ঘোষ। একের পর এক ছবি ভিডিও পোস্ট করে সেজে উঠলেন রূপকথার পরীর মত। কালো শিফন শাড়িতে হার মানিয়েছেন যেকোনও বলিউড নায়িকাকেও। বরাবরের মত এবারও ভাইরাল হলেন অভিনেত্রী। সম্প্রতি ভাইরাল হয়েছিলেন নিজের দার্জিলিং ভ্লগ নিয়ে। সেপ্টেম্বর মাসে ব্রেকফ্রি মুডে ছিলেন মনামী ঘোষ। দার্জিলিংয়ে ছুঁটে গিয়েছিলেন অভিনেত্রী। 

পাহাড়ি পরিবেশের মধ্যে শান্তি খুঁজে পেয়েছিলেন তিনি। যা শহর থেকে দূরে পাহাড়ের কোলে গিয়ে পেয়েছেন। মনামীকে দেখে সকলেরই ইচ্ছা জাগছে ঘুরতে যাওয়ার। তবে সেই সুখ আর ক'জনেরই বা হচ্ছে। মনামী তাদের জন্য ভারচ্যুয়াল দার্জিলিং নিয়ে এসেছিলেন। বাড়িতে বসেই আপনি নেবেন পাহাড়ি পরিবেশের আমেজ। নিজের দার্জিলিং ভ্লগ শেয়ার করেছিলেন তিনি।

Latest Videos

 

 

লকডাউনের পর কেমন হল দার্জিলিংয়ের চেহারা। ভ্লগিংয়ে তা তুলে ধরলেন মনামী। বিমানবন্দর থেকে রিসর্টে পৌঁছনো সবই শেয়ার করেছেন। রিসর্টে কীভাবে মানা হচ্ছে সামাজিক দূরত্ব সবই দেখিয়েছেন তিনি। এমনকি কোথাও প্রবেশ করার সময় স্যানিটাইজার স্প্রে করেই প্রবেশ করেছিলেন। স্যানিটাইজেশন ছাড়া কোথাও এক ফোঁটা নড়েননি মনামী। 

 

 

Share this article
click me!

Latest Videos

'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
কেউ পেয়েছে ২০০, কেউ ৫০! মালদায় গাছ থেকে টাকার বৃষ্টি! ব্যাপারটা কি | Malda News Today
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar