দেখুন নেড়া মাথায় সোশ্যাল মিডিয়ায় কোন সেলেব কিড এখন সুপারহিট

ফের একবার নেটদুনিয়ায় সকলকে চমকে নতুন রুপে আবির্ভাব হল টলিপাড়ার এই স্টার কিডের। প্রথম ঝলকে তাঁর দিকে তাকালে ছোট্ট ইউভানকে কিন্তু চেনা বড় দায়। ছোট থেকেই ইউভান মানেই মাথা ভর্তি একগোছা চুল আবার কখনও সেই চুলে একটা ছোট্ট ঝুটি বাঁধা। তবে এই নতুন ছবিতে রাজশ্রীর ছেলের মাথা পুরো ফাঁকা, যাকে বলে একেবারে নেড়ুমুন্ডি। 

সেলিব্রিটি থেকে সেলেব কিড (Celeb Kid), লাইমলাইটে সর্বদাই তাঁদের আনাগোনা লেগে রয়েছে। টলিউডের (Tollywood) হাইভোলটেজ দম্পত্তি রাজ চক্রবর্তী (Raj Chakrabarty)ও শুভশ্রী গাঙ্গুলির (Subhashree Gangully) একমাত্র ছেলে ইউভানের ক্ষেত্রেও কিন্তু এর বিকল্প হয় নিয জন্মলগ্ন থেকেই একেবারে পাপারাতজিদের নয়নের মনি হয়ে উঠেছিল ছোট্ট ইউভান (Yuvaan)। শুধু কী তাই...সোশ্যাল সাইটে রাজশ্রী যখনই ইউভানের (Yuvaan) ছবি পোস্ট করেছেন তখনই ভাইরাল হয়েছে সেই ছবি। ফের একবার নেটদুনিয়ায় সকলকে চমকে নতুন রুপে আবির্ভাব হল টলিপাড়ার এই স্টার কিডের। প্রথম ঝলকে তাঁর দিকে তাকালে ছোট্ট ইউভানকে কিন্তু চেনা বড় দায়। ছোট থেকেই ইউভান মানেই মাথা ভর্তি একগোছা চুল আবার কখনও সেই চুলে একটা ছোট্ট ঝুটি বাঁধা। তবে এই নতুন ছবিতে রাজশ্রীর ছেলের মাথা পুরো ফাঁকা, যাকে বলে একেবারে নেড়ুমুন্ডি। 

রাজ-শুভশ্রীর কোলে এই ছোট্ট সদস্যকে দেখে অনেকেই হয়তো প্রথমে ভেবেছেন এটি হয়তো তাঁদের পরিবারের অন্য কোনও সদস্য। কিন্তু একটু ভাল করে দেখলেই বোঝা যাবে এ তো সেই সকলের প্রিয় গোলুমোলু ইউভান। পরিচালক রাজ চক্রবর্তীর সোশ্যাল মিডিয়া থেকেই ভক্তদের কাছে ইউভানের এই নতুন লুক সকলের দেখার সুযোগ হল বই কি...রবিবাসরীয় মেজাজে ছেলে-বৌয়ের সঙ্গে ছবি তুলে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর ছবি পোস্ট করার পরই একেবারে চেনা ছন্দে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সকলের প্রিয় সেলেব কিড ইউভান চক্রবর্তী। নেড়া মাথায় মা-বাবার সঙ্গে সেলফি তুলে সোশ্যাল মিডিয়া ইউজারদের মন ভালো করে দিলেন ছোট্ট ইউভান। 

Latest Videos

মাথা ভর্তি চুল হোক বা নেড়া মাথা, সবেতেই সুপারহিট জুনিয়র চক্রবর্তী। সেই জন্যই তো বিভিন্ন সময় ইউভানের ভিন্নস্বাদের ছবি পোস্ট করে ইউভান ভক্তদের মন ভাল করে দেন রাজ-শুভশ্রী জুটি। বালাই বাহুল্য যে, প্রথম হাঁটা থেকে শুরু করে অন্নপ্রাসন, মায়ের সঙ্গে কাটানো মুহূর্ত থেকে শুরু করে পুজো-পার্বণের বিশেষ ফ্রেমে ইউভান একাধিকবার ফ্রেমবন্দি হয়েছেন ছোট্ট ইউভান। এবার সেই ফ্রেমে ধরা দিল ইউভানের নেড়া হওয়ার নতুন লুকও। আর স্বাভাবিকভাবেই এই ছবি পোস্ট হতেই ঝড়ের গতিতে ভাইরালহয়েছে সেটি। আগামী দিনে ছোট্ট সেলেব কিড ইউভানের আরও সুন্দর সুন্দর ছবির আশায় থাকবে ইউভান ভক্তরা। খুব শীঘ্রই দর্শক দরবারে মুক্তি পেতে চলেছে ধর্মযুদ্ধ। শুভশ্রী অভিনীত এই ছবি মুক্তির পাশাপাশি একাধিক ছবি রয়েছে এই নায়িকার পাইপলাইনে। একদিকে সিনে-দুনিয়া, অন্যদিকে সংসার, দুই সমানতালে সামলাচ্ছেন এই সেলেব দম্পত্তি। 

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar