লকডাউনের পর থেকে সোশ্যাল মিডিয়ায় স্বাভারণ মানুষের আনাগোনা হু হু করে বেড়ে গিয়েছে। নেই বিনোদনের কোনও দরজা খোলা, লকডাউনে ঠিক এমন পরিস্থিতিতেই খানিক স্বস্তি দিয়েছে সোশ্যাল মিডিয়া। প্রিয় তারকাদের ভিডিও থেকে ছবি, পোস্ট নিয়েই দিন কেটেছে ভক্তদের। যার ফলে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারও বেড়ে বহু। আর ভক্তদের সঙ্গে পাল্লা দিয়ে পোস্ট করে গিয়েছেন সেলেব মহল।
এবার তেমনই এক পুরোনো ভিডিও শেয়ার করে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠলেন ঋতাভরী চক্রবর্তী। নুসরতের সঙ্গে স্টেেজে উঠে দিব্যি নেচে নমাত করছেন ঋতাভরী। এই দুই স্টারই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। নিত্য পোস্ট করে ভক্তদের নজর কেড়ে থাকেন এই দুই টলিউড সুপারস্টার। এক ফ্যাশন শো-এর বিচারক হয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁরা।
সেখানেই অনুরোধের জেরে স্টেজে হাজির হন নুসরত ও ঋতাভরী। বর্তমানে ধীরে ধীরে ছন্দে ফিরেছে বিনোদন জগত। আবারও শুরু হয়েছে ছবি কাজ। লকডাউনের পর মুক্তি পেয়েছে দুই তারকারই ছবি। নুসরতের এস ও এস ও ঋতাভরীর ব্রহ্মা জানেন গোপন কম্ম। তবে দর্শকদে সেভাবে হলে ফেরানো সম্ভবপর হয়নি। তাই ছবির ব্যবসা খুব একটা সুখকর ছিল না।