স্বামী-স্ত্রীর ঝগড়ার পেছনে থাকা মূল কারণ কী, দেড় বছর সংসার করে খোলসা করলেন নুসরত-নিখিল

Published : Dec 08, 2020, 01:15 PM IST
স্বামী-স্ত্রীর ঝগড়ার পেছনে থাকা মূল কারণ কী, দেড় বছর সংসার করে খোলসা করলেন নুসরত-নিখিল

সংক্ষিপ্ত

দেখতে দেখতে দেড় বছরের সংসার মাঝে মধ্যেই কি স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ হয়ে থাকে যদি হয় তবে তার পেছনে কে দায়ী এবার খোলসা করলেন নিখিল-নুসরত 

সব সম্পর্কেই কম বেশি খুটি নাটি সমস্যা লেগেই থাকে। কিন্তু কোথাও গিয়ে যেন বৈবাহিক জীবনে এই খুটিনাটি অশান্তিই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। বিয়ের পর তা মালুম পেলেন নুসরত ও নিখিলও। কিন্তু ঝগড়া নিয়ে বচসা নয়, এক সঙ্গে বসে কারণ খুঁজে বার করলেন, ঠিক কার কারণে এত অশান্তি! বিবাহিত জীবনে অশান্তির মূলে কে! এই ভিডিও শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে উঠল নেট দুনিয়ায়। 

আরও পড়ুনঃ সিনেমাতে অভিনয়ের ক্ষেত্রেই নয়, ঠাকুর বংশের মেয়ে হয়েও শর্মিলা প্রথা ভেঙেছিলেন ব্যক্তি জীবনেও

 

পাশাপাশি বসে এই জুটি আবিষ্কার করে ফেলল, তাঁদের মধ্যে অশান্তির মূল কারণ হল পুরোহিত। কারণ আগুমে ঘি তিনি প্রথম ঢেলে ছিলেন। এই মজার ভিডিওতেই এখন মেতে রয়েছে নসরত ভক্তরা। নুসরত বরাবরই টিকটক ভিডিও-তে অ্যাক্টিভ। নাচ থেকে শুরু করে মজার মজার পোজে একাধিকবার টিকটকে ধরা দিয়েছেন তিনি। বেশ কয়েকদিন পর আবারও পুরোনো ছন্দে নুসরত। 

 

 

মজার সংলাপেই এবার তিনি নিখিলকে সঙ্গে নিয়ে নজর কাড়লেন সকলের। পাশে বসে থাকা নিখিলও ভিডিও শেষে হেঁসে ফেলল। সামনেই নির্বাচন, এখন তাই নিজের কেন্দ্র নিয়ে বেজায় ব্যস্ত নুসরত। কিন্তু তাঁর সিনেমার ভক্তদের নিরাশ করতে নারাজ তিনি। তাই সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যেই হাজিরা দিয়ে সকলের মন জয় করে চলেছেন এই হট টলি ডিভা। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার