'এক সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম', তাপস পালের মৃত্যুতে শোকজ্ঞাপন নুসরতের

Published : Feb 18, 2020, 03:07 PM ISTUpdated : Feb 18, 2020, 04:05 PM IST
'এক সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম', তাপস পালের মৃত্যুতে শোকজ্ঞাপন নুসরতের

সংক্ষিপ্ত

মঙ্গলবার তাপস পালের মৃত্যুতে শোকস্তবদ্ধ  সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করলেন নুসরত জাহান চোখের জল বাধ মানে না তারকাদের তাপস পালের সঙ্গে দুটি ছবিতে কাজ করেছিলেন নুসরত

মঙ্গলবার ভোররাতেই মৃত্যু হয় টলিউড অভিনেতা তাপস পালের। তাঁর মৃত্যুতে শোকস্তবব্ধ টলি-পাড়া। মঙ্গলবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ার পাতা ভরে ওঠে শোকবার্তায়। চোখের জল বাধ মানে না অভিনেতা অভিনেত্রীদের। আশির দশকে পর্দায় সকলের নজর কেড়েছিলেন তাপল পাল। দাদার কীর্তি থেকে শুরু। এর পর আর থেকে থাকতে হয়নি তাঁকে। 

আরও পড়ুনঃ মৃত্যুর দুমাস আগে ফোন ইন্দ্রানী হালদারকে, চলচ্চিত্র জগতে ফিরতে চেয়েছিলেন তাপস পাল

একাল-সেকাল মিলিয়ে অধিকাংশ তারকাই তাঁকে পেয়েছেন একই ফ্রেমে। সেই তালিকা থেকে বাদ পড়েননি নুসরত জাহান। অভিনেতার মৃত্যুর খবর পাওয়া মাত্রই তিনি নেট দুনিয়ায় স্মৃতি চারণা করেন। জানান, ‘সুপারস্টার ও দারুণ এক অভিনেতাকে হারালাম ৷ সুযোগ পেয়েছিলাম ওনার সঙ্গে স্ক্রিন শেয়ার করার ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি। 

 

 

মুখ্যমন্ত্রীর টুইটকে তুলে ধরেই এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নুসরত জাহান। তাপস পালের সঙ্গে দুটি ছবিতে কাজ করেছিলেন, খোকা ৪২০ ও খিলাড়ি। তৃণমূলের প্রাক্তণ সাংসদ তাপস পাল মঙ্গলবার হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। মুম্বইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন সন্ধেবেলায় মরদেহ নিয়ে আসা হবে কলকাতাতে। বুধবারই হবে শেষ কৃত্য। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?