"নুসরত টিকটক করা থামাবেন না", ট্রোলকে তোপে উড়িয়ে জবাব অভিনেত্রীর মুখপাত্রের

  • টিকটক ভিডিওর কারণে ট্রোলিংয়ের তিরে বিঁধছিলেন নুসরত জাহান। 
  • সম্প্রতি নুসরতের মুখপাত্র জবাব দিলেন সেসব ট্রোলের।
  • শিল্পী হিসেবে টিকটককে করোনা সতর্কবার্তা জারি করছেন নুসরত।

টিকটক নিয়ে একাধিকবার ট্রোলড হয়েছিলেন নুসরত জাহান। অ্যাপটি চাইনিজ, যার কারণে সোশ্যাল মিডিয়ায় একদল নেটিজেনরা টিকটকের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে। অনুরোধ করে চলেছে সকলকে, টিকটক অ্যাপটি ডিলিট করে দিতে। এই প্রতিবাদের জেরে সবচেয়ে বেশি টার্গেটেড হয়ে চলেছেন তারকারা। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণ হিসেবে সেই নেটিজেনরা চিনকেই দায়ী করে চলেছে। যার জন্য টিকটক ইউজারদের বিরুদ্ধে এই প্রতিবাদ।

আরও পড়ুনঃনুসরতের ইফতারের এলাহি আয়োজন, দেখে নিন তার ঝলক

Latest Videos

সেই তালিকায় পড়ছেন নুসরত জাহানও। সম্প্রতি টিকটকে ঘর বেয়ঠো ক্যাম্পেইন শুরু করেছেন নুসরত। নুসরতের মুখপাত্র জানান, "ট্রোলিংকে তোয়াক্কা করেন না নুসরত। রাজনীতিতে আসার বহু আগে থেকেই টিকটক করতেন উনি। আর একজন শিল্পী হিসেবে টিকটকে ক্রিয়েটিভিটি দেখাতে পারেন, আর তাতে যদি মানুষের সাহায্য হয়, সেটা ভেবেই সকলের নুসরতকে সমর্থন করা উচিত।"

আরও পড়ুনঃসোশ্যাল মিডিয়ায় হটকেক হার্দিকের বাগদত্তা, হুলা হুপে নেটিজেনদের মাতালেন নতাশা

তিনি আরও জানান, "ট্রোলিংয়ের জন্য নুসরত থামবেন না। তিনি টিকটকে ভিডিও করা চালিয়ে যাবেন। তিনি যতদিন বিনোদন জগতের একজন শিল্পী হিসেবে থাকবেন ততদিন টিকটকে ভিডিও তৈরি করে যাবেন।"    

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

Share this article
click me!

Latest Videos

খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ