পরম-অঙ্কুশ-শুভশ্রী, তিন জুটির ছবি "অ্যান্টিডোট", কোন ছকের গল্পে রহস্য লুকিয়

Published : Oct 06, 2021, 04:32 PM IST
পরম-অঙ্কুশ-শুভশ্রী, তিন জুটির ছবি  "অ্যান্টিডোট", কোন ছকের গল্পে রহস্য লুকিয়

সংক্ষিপ্ত

 নতুন ছবি সাইন করলেন অঙ্কুশ-শুভশ্রী। পরিচালনায় থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়, ছবির নাম  "অ্যান্টিডোট"। ছবির নামের সঙ্গেই সামনে এলো কাস্ট লিস্টও। 

পুজোর মুখে একের পর এক ছবির মুক্তি। বাংলা ছবি মুক্তিতে কড়া টক্কর। পুজোর বাজারেই মুখোমুখি সংঘাতে অঙ্কুশ-পরমব্রত (Parambrata Chatterjee) । মুক্তি পাচ্ছে একই দিনে এফ.আই.আর ও বনি। আবার সেই ছবি মুক্তির আগেই ঘোষমা হল পরবর্তী ছবির নাম। নতুন ছবি সাইন করলেন অঙ্কুশ-শুভশ্রী (Ankush Hazra) । পরিচালনায় থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়, ছবির নাম  "অ্যান্টিডোট" (Antidote)। ছবির নামের সঙ্গেই সামনে এলো কাস্ট লিস্টও। পরম ঘোষনা করলেন ছবিতে থাকা অভিনেতা অভিনেত্রীদের নাম। অভিনয় করছেন অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। 

প্রযোজক হিসাবে রয়েছেন রক্তিম চ্যাটার্জি। প্রযোজনা সংস্থা নেক্সজেন ভেঞ্চার অ্যান্ড রোডশো ফিল্মসের ব্যানারে তৈরি হবে এই ছবি। চিত্রনাট্যের ভাবনায় অরিত্র সেন।  অ্যান্টিডোট, শব্দটার সঙ্গে প্রায় সকলেই পরিচিত, তবে কীসের অ্যান্টিডোট, যা চিত্রনাট্যের বিষয় হয়ে উঠেছে! এক অ্যান্টিডোটের খোঁজে এক অসহায় বাবা। গল্পের আবেগ হয়তো বর্তমানে মানুষের মন ছোঁবে। কারণ ঠিক একইভাবে করোনার কবলে পড়ে মানুষ অপেক্ষায় দিন গুনেছিলেন কীভাবে ভাইরাস থেকে রেহাই পাওয়া যায়। এই গল্পের মূলেও রয়েছে তাই। 

আরও পড়ুন- পরিস্থিতির সঙ্গে লড়াই করে আমি ঘুরে দাঁড়িয়েছি, পুজোর মুখে ভক্তদের উদ্দেশ্যে কী বার্তা নুসরতের

আরও পড়ুন- খালি গায়ে শরীর মিলেমিশে একাকার, মলদ্বীপের সৈকতে আদরে মত্ত রাজ-শুভশ্রী, অন্তরঙ্গ মুহূর্ত প্রকাশ্যে

আরও পড়ুন-- 'নির্লজ্জ, বেহায়া, উগ্র', কেন এই মন্তব্য শুনতে হল জেনেলিয়াকে, খোলসা করলেন আরবাজ

ছেলে আক্রান্ত সেই ভাইরাসে, কীভাবে তাকে সুস্থ করা যায়, এক মরিয়া অসহায় বাবার গল্পই তুলে ধরা হয়েছে।  এর আগে সোনার পাহাড়, অভিযান, বনির মতো বেশ কিছু ছবি পরিচালনা করেছেন পরমব্রত। আগামী ছবিতে তাঁর তুরুপের তাস শুভশ্রী-অঙ্কুশ জুটি।  আদ্যপান্ত থ্রিলার এই ছবি নিয়ে এখন আগামী কয়েকদিন ব্যস্ত থাকবে কাস্ট, পরমের পরিচালনা একাধিকবার প্রশংসিত হয়েছে, সামনেই বনি মুক্তি, এখন দেখার বক্স অফিসে তা কতটা জায়গা করে নেয়। 

      

 

 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার