যকের ধনে মুখোমুখি, সহজের জন্যই কি গলছে অভিমানের বরফ, রাহুলের সোশ্যাল পোস্টে কোন ইঙ্গিত

Published : Jun 01, 2021, 01:15 PM IST
যকের ধনে মুখোমুখি, সহজের জন্যই কি গলছে অভিমানের বরফ, রাহুলের সোশ্যাল পোস্টে কোন ইঙ্গিত

সংক্ষিপ্ত

রাহুল প্রিয়ঙ্কা, যাঁদের হাত ধরেই টলিউডের নতুন অধ্যায় চিরদিনই তুমি যে আমার ছবির রেশ  মুহুর্তে ভাইরাল হওয়ার জুটির বিচ্ছেদ আজ আবারও ফিরছে পুরোনো সমীকরণ 

রাহুল প্রিয়ঙ্কা, খেলাঘর ধারাবাহিকে তাঁদের একসঙ্গে দেখা যায়, তবে সম্পর্কটা সেখানে ছিল কেবলই ভাই বোনের। এরপরই রাজ চক্রবর্তীর হাত ধরে টলিউড প্রথম কাজ করা, চিরদিনই তুমি যে আমার ছবিতে। সেখান থেকেই সামনে আসে রিল লাইফ জুটি আসলে রিয়েল লাইফের লাভবার্ড। ফলে ছবি হয়ে ওঠে ব্যাপক হিট। সেখান থেকেই শুরু সংসার পাতা, সহজের আসা, কিন্তু শেষ রক্ষা হয়নি। 

আরও পড়ুন- অমিতাভের পর এবার দ্বিগুণ টাকায় বাংলো কিনে ফেললেন অজয়, কত কোটির টেক্কা 

কিছুদিনের মধ্যেই ঘটে ছন্দপতন। বিচ্ছেদের পথ বেছে নেয় প্রিয়ঙ্কা ও রাহুল। হাজার হাজার হাজার ভক্তের মন ভাঙে মুহূর্তে। এরপরই দুজনের পথ হয়ে যায় আলাদা। নেই কথা, নেই দেখা, তবে টান ওই একটাই সহজ। কিন্তু নিজেদের নিয়ে প্রকাশ্যে কোনও কথাই বলতেন না তাঁরা। রাহুল ও প্রয়িঙ্কা এক কথায় এনে অন্যকে এড়িয়ে যেতেন। তবে যকের ধন ছবি বদলেছিল সমীকরণ। সেখানে আবারও দেখা যায় প্রিয়ঙ্কা ও রাহুলকে মুখোমুখি। 

 

 

এবার রাহুলের সোশ্যাল মিডিয়া পোস্টেই অবাক কাণ্ড ঘটল। এবার রাহুলের সোশ্যাল মিডিয়ায় পোস্টে মিলল সেই প্রথম ছবি চিরদিনই তুমি যে আমার-এর একটি ফ্রেম। ক্যাপশানে লেখা- জুটিতে,দুটিতে। সেখানেই মিলল ভক্তের আবেদন, আবারও কি এক হওয়া যায় না, সহজের কথা ভেবে। 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে