ভালবাসার দিনে নতুন রূপে 'দিদি নম্বর ১', প্রথম দিনেই চাঁদের হাট সিজন ৯-এ

জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'দিদি নম্বর ১' সিজন ৯ নিয়ে ফের নতুন রূপে হাজির হতে চলেছেন শো-এর সঞ্চালিকা তথা বাঙালি অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। ভালবাসার দিবসের দিন নয়া অবতারে ঝড় তুলতে আসছেন রচনা বন্দ্যোপাধ্যায়। নতুন রূপে নতুন সাজে, আপাতত এই ক্যাচলাইনকে সঙ্গী করেই পর্দা কাঁপাতে আসছে 'দিদি নম্বর ১' সিজন ৯। নতুন চমক, একঝাঁক অতিথি নিয়েই হাজির হচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়।

জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'দিদি নম্বর ১' সিজন ৯ নিয়ে ফের নতুন রূপে হাজির হতে চলেছেন শো-এর সঞ্চালিকা তথা বাঙালি অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় ( Rachna Banerjee)। ভালবাসার দিবসের দিন নয়া অবতারে ঝড় তুলতে আসছেন রচনা বন্দ্যোপাধ্যায়। নতুন রূপে নতুন সাজে, আপাতত এই ক্যাচলাইনকে সঙ্গী করেই পর্দা কাঁপাতে আসছে 'দিদি নম্বর ১' সিজন ৯ (Didi No 1)। নতুন চমক, একঝাঁক অতিথি নিয়েই হাজির হচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়।

ভালবাসা দিবসের দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র (Valentines Day) দিন ফ্লোর কাঁপাতে হাজির হবেন একঝাক তারকা দিদিরা। সকলেই নিয়ে আড্ডা ও মজার ছলে শুরু হবে 'দিদি নম্বর ১' সিজন ৯।  তারকা দিদিদের সঙ্গে নতুন রূপে দর্শকদের সামনে আসতে চলেছেন রচনা ( Rachna Banerjee) । ইতিমধ্যেই নয়া প্রোমোতে দেখা  গিয়েছেন শো-এর প্রথম ঝলকের বিশেষ কিছু মুহূর্ত। যা মুহূর্তের মধ্যে নজর কেড়েছে। রিয়্যালিটি শো-এর প্রথম পর্বেই চাঁদের হাট বসেছিল 'দিদি নম্বর ১' সিজন ৯। কোন কোন তারকা উপস্থিত ছিলেন দিদির সঙ্গে নতুন রূপে নতুন সাজে তার ঝলকও প্রকাশ্যে এসেছে। 

Latest Videos

 

 

দেখতে দেখতে যেন চোখের পলকে কেটে গেল ১২ বছর অর্থাৎ এক যুগ। দীর্ঘদিন ধরে প্রতিটা বাঙালির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'দিদি নম্বর ১'। বাংলা টেলিভিশনের জনপ্রিয় শো 'দিদি নম্বর ১' -মানেই জমজমাট খেলা, প্রচুর গিফট, আড্ডা অর্থাৎ সব মিলিয়ে মন ভাল করা একটা সন্ধ্যা। মহিলাদের নিয়ে আয়োজিত এই শো এখন একাধিক রিয়্যালিটি শো-কে বলে বলে টেক্কা দেবে। প্রতিদিন বিকেল ৫ টা  বাজলেই কফির কাপ হাতে সকলেই যেন চোখ রাখেন টিভি-র পর্দায়।  আগামীকালও  'দিদি নম্বর ১' সিজন ৯ নিয়ে হাজির হচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায় ( Rachna Banerjee) । প্রথম দিনের জমজমাট এপিসোডে হাজির থাকছেন  করুণাময়ী রানি রাসমণির রানিমা ওরফে দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। মা সুদীপ্তা রায়ের সঙ্গে মঞ্চে হাজির হয়েছেন অভিনেত্রী। এই পথ যদি না শেষ হয় খ্যাত অভিনেত্রী অন্বেষা হাজরাও বাবা অভিজিৎ হাজরার সঙ্গে হাজির হবেন  'দিদি নম্বর ১'-এর মঞ্চে। বকুল খ্যাত অভিনেত্রী উষসী রায়ও হাজির হবেন  বাবা দেবব্রত রায়ের সঙ্গে। এবং করুণাময়ী রানি রাসমণির  মা সারদা ওরফে সন্দীপ্তা সেন (Sandipta Sen) মা সুতপা সেনের সঙ্গে মঞ্চ কাঁপাতে আসছেন ঠিক বিকেল ৫ টায়।

 

 

 'দিদি নম্বর ১' সিজন ৯ -এ নতুন রূপে সকলের নজর কেড়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় ( Rachna Banerjee) । প্রোমোতেই দর্শকদের উত্তেজনা দ্বিগুণ বেড়ে গেছে। চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে এর আগে এমনটা আগে কখনও দেখা যায়নি দিদি নম্বর ওয়ান। আগামীকাল ১৪ ফেব্রুয়ারি গ্র্যান্ড উদ্ধোধন হতে চলেছে 'দিদি নম্বর ১' সিজন ৯ -এর (Didi No 1)।  ভালবাসার দিবসে ধামাকাদার পর্ব নিয়ে হাজির হচ্ছেন রচনা। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভালবাসা দিবসের দিনই  নতুন সিজন নিয়ে আসতে চলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। ভ্যালেন্টাইনস ডে-র দিন থেকেই চেনা সময়ে দেখা যাবে রচনা বন্দ্যোপাধ্যায়কে।

 

 

আরও পড়ুন-বৃষ্টিভেজা চুমুর দৃশ্যে যৌন শিহরণ, 'কিস ডে'-তে চিনে নিন বলিউডের 'সিরিয়াল কিসার'-কে

আরও পড়ুন-ঠোঁটে ঠোঁট লাগিয়ে খুল্লামখুল্লা চুম্বন, প্রকাশ্যে চুমু খেতে গিয়েই হাতেনাতে ধরা পড়েছিলেন এই তারকারা

আরও পড়ুন-ঠোঁটঠাসা গাঢ় চুম্বন, 'কিস ডে'-তে রইল বলিউডের সাড়া জাগানো আইকনিক চুম্বন দৃশ্য

 

রচনা জানিয়েছেন, নয়া এপিসোডে তিনি নিজেকে নতুন ভাবে উপস্থাপিত করবেন। আগের প্রতিটা সিজনের মতোই তাকে ঘিরে থাকবেন দিদিরা। নিজেদের জীবনের সমস্ত কঠিন লড়াইকে পর্দায় তুলে ধরবেন রচনা বন্দ্যোপাধ্যায়। লড়াকু দিদির জীবনের কঠিন লড়াইয়ের সাক্ষী থাকবে 'দিদি নম্বর ১'-এর মঞ্চ। তবে জনপ্রিয় রিয়্যালিটি শো-'দিদি নম্বর ১'-এর মঞ্চে যে বড় নয়া চমক থাকতে চলেছে তা এখনও টের পাওয়া গেছে। উল্লেখ্য, ২০১০ সালে শুরু হয়েছিল 'দিদি নম্বর ১'-এর পথচলা। প্রথম দিন থেকে এখনও পর্যন্ত রিয়্যালিটি শো-এর অভিনবত্ব দর্শকদের মন জয় করে নিয়েছে। যদিও মাঝে সাময়িক সময়ের জন্য সঞ্চালিকা বদল ঘটেছিল যেখানে রচনার পরিবর্তে  দেবশ্রী রায়, জুন মালিয়াকে দেখা গিয়েছিল। কিন্তু দর্শকদের অনুরোধে ফের চ্যানেল কর্তৃপক্ষ তাদের সরিয়ে ফের সঞ্চালিকার জায়গায় নিয়ে এসেছিল রচনা বন্দ্যোপাধ্যায়কে। জনপ্রিয় রিয়্যালিটি শো 'দিদি নম্বর ওয়ান'-এর  পর থেকে টলিউড অভিনেত্রী হিসেবে নয়, বরং রচনা বন্দ্যোপাধ্যায়  'দিদি নম্বর ওয়ান' হিসেবেই সকলের কাছে বেশি পরিচিত। নতুন বছরে ভালবাসা দিবসের দিন ফের বড় চমক নিয়ে হাজির হতে চলেছেন সকলের প্রিয় 'দিদি নম্বর ১' রচনা বন্দ্যোপাধ্যায়।

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন