রুফটপে চুম্বনের ছোঁয়া মিথিলা-সৃজিতের, বাবার নিদ্রাভঙ্গের পিছনে আয়রা, সেলেব দম্পতির কোজি মোমেন্টস ভাইরাল

  • নতুন বছরের খুশিতে মিথিলা-সৃজিতের রুফটপ পার্টি
  • শীতের রাতে ঘনিষ্ঠতায় মজলেন সেলেব দম্পতি
  • অন্যদিকে সৃজিতের ঘুম উড়িয়ে ধ্যানে ব্যস্ত আয়রা
  • ঘরোয়া ভাবেই কাটল ২০২১-এর প্রথম দিন

২০২০-র শেষের দিনগুলি যেন কাটতেই চাইছিল না। করোনা আবহে বিশ্বাসী নাজেহাল। ইতিমধ্যেই তিলোত্তমায় প্রবেশ করেছেন কোভিডের নতুন স্ট্রেন। যার ভয় অবশ্য কোনও মানুষেরই নেই। কারণ প্রত্যেকেই এখন ২০২১-কে স্বাগত জানাতে ব্যস্ত। অন্যান্য বছরের নিউ ইয়ার ইভের চেয়ে এই বঠরের নিউ ইয়ার অবশ্যই ছিল আলাদা। ২০২০-র মত অভিশপ্ত বছর আর নেই বলেই দাবি মানুষের। 

যার জেরে উদ্দাম সেলিব্রেশনের সহিত ২০২০-কে বিদায় জানাল বিশ্ববাসী। বছরের প্রথম দিনও থার্টি ফার্স্টের মতই উৎসবে মেতেছে শহরবাসী। তবে অন্যান্যদের মত নাইটক্লাবে পার্টি নয়, ঘরোয়া উৎসবেই মেতেছিলেন রফিয়ত রশিদ মিথিলা এবং সৃজিত মুখোপাধ্যায়। রুফটপে দোলনায় বসে সৃজিত এবং মিথিলা। একে অপরকে ফ্লাইং কিসে মত্ত তাঁরা। ঘনিষ্ঠতায় মজে সেলেব দম্পতি। সেই ছবির পাশাপাশি আরও একটি ছবি শেয়ার করেছেন মিথিলা।

Latest Videos

আরও পড়ুনঃওয়াইন হাতে বাথরুমেই চলল ঋতাভরীর নিউ ইয়ার পার্টি, শর্ট ড্রেসে তাক লাগালেন লাস্যময়ী

 

যেখানে খাটে শুয়ে সৃজিত এবং আয়রা। ধ্যানে মগ্ন মেয়ে, এদিকে বাবার পেটের উপর বসে দিব্যি ঘুম ভাঙিয়ে দিয়েছে তার। ছবিতে সৃজিতের মুখের চেহারা দেখার মত। অন্যদিকে ধ্যানে মগ্ন হয়েও আয়রার মুখে দুষ্টু মিষ্টি হাসি। মেয়ে আয়রা ও বর সৃজিতকে নিয়েই মিথিলার সুখি গৃহকোণ। বছরের শুরু দিনটা একেবারে ঘরোয়া ভাবেই কাটালেন তাঁরা। মেয়ে ও সৃজিতের সঙ্গেই খুঁজে পেয়েছেন জীবনের সেরা মুহূর্তগুলি। বিয়ের পর সৃজিত ও মিথিলার ক্যানডিড মুহূর্তগুলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ধরা পড়ে ভক্তদের কাছে। যার কারণে মিথিলার প্রোফাইলে নজর রেখে অধীর আগ্রহে বসে থাকে তারা।

Share this article
click me!

Latest Videos

জাল পাসপোর্ট মামলায় Mamata Banerjee-কে ধুয়ে দিলেন Sukanta Majumdar, দেখুন কী বলছেন তিনি
সনাতন শ্রী গীতা গুরুকুলের মিছিলে Bangladesh-এ শান্তি ফেরানোর আহ্বান! Phulia-র রাস্তায় মহামিছিল
ফিরহাদ হাকিম ইস্যুতে বিজেপিকে দুষলেন প্রিয়দর্শিনী হাকিম, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত
ভারতের বিরুদ্ধে হম্বিতম্বি করেও India থেকেই টনটন আলু আমদানি বাংলাদেশের | Bangladesh News Today
বাংলাদেশ ইস্যুতে চুপ কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? দেখুন কী বলছেন সুকান্ত মজুমদার