- নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত বিশ্ববাসী
- সেলেব মহলেও চলছে ২০২১-এর পার্টি
- সেই পার্টিতেই মজলেন ঋতাভরী চক্রবর্তী
- ওয়াইনের বোতল হাতে বাথরুমেই কাটল অভিনেত্রীর প্রথম দিন
নতুন বছরের শুরু থেকেই চলছে পার্টি। প্রত্যেক মানুষের মধ্যেই জেগে উঠেছে পার্টি অ্যানিমাল। রুফটপ পার্টি থেকে নাইটক্লাবে উদ্দাম নাচে, ২০২০ বিদায় নিতেই আনন্দে আত্মহারা বিশ্ববাসী। অভিশপ্ত ২০২০-র শেষের দিনগুলি যেন কাটতেই চাইছিল না। করোনা আবহে বিশ্বাসী নাজেহাল। ইতিমধ্যেই তিলোত্তমায় প্রবেশ করেছেন কোভিডের নতুন স্ট্রেন। যার ভয় অবশ্য কোনও মানুষেরই নেই।
কারণ প্রত্যেকেই এখন ২০২১-কে স্বাগত জানাতে ব্যস্ত। ২০২০-র মত অভিশপ্ত বছর আর নেই বলেই দাবি মানুষের। যার জেরে উদ্দাম সেলিব্রেশনের সহিত ২০২০-কে বিদায় জানাল সেলেব মহল। বাকিদের মত নাইটক্লাবে কিংবা ছাদের পার্টিতে নয় ঋতাভরী পার্টিতে মজেছেন বাথরুম পার্টিতে। বিলাসবহুল বাথরুমে বেসিনের টেবিলের বসে ঋতাভরী। মাইক্রোমিনি ড্রেসে পা তুলে বসে তিনি। কালো ড্রেসের মাঝে উঁকি মারছে নেটের অন্তর্বাস।
আরও পড়ুনঃবিকিনি টপে অদ্রিজা, ওয়েট শার্টে ক্রুশাল, সেলেব জুটির Hot গোয়া ট্রিপ
হাতে ওয়াইমনের বোতল নিয়ে মাইক্রোফোনের মত ধরেছেন ঋতাভরী। বাথরুমের স্ল্যাবে বসে ওয়াইনের বোতল হাতে গান গাওয়ার পোজ দিয়েছেন তিনি। হট অবতারে ধরা দিয়ে নতুন বছরের কিকস্টার্ট করলেন ঋতাভরী। যা দেখে চোখ কপালে উঠেছে ভক্তমহলের। ছবি পোস্ট করেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন লাস্যময়ী। যার রিপ্লাইয়ে ভক্তরাও তাঁকে নতুন বছরের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 1, 2021, 11:23 PM IST