এবার বাবলি লুকে শুভশ্রী, রাজ-শুভ জুটির পরবর্তী ছবিতে এক ভিন্নধারার প্রেমকাহিনি

Published : Aug 06, 2020, 02:39 PM IST
এবার বাবলি লুকে শুভশ্রী, রাজ-শুভ জুটির পরবর্তী ছবিতে এক ভিন্নধারার প্রেমকাহিনি

সংক্ষিপ্ত

একের পর এক ছবি এই জুটির পাইপলাইনে বিয়ের পর থেকেই এক যোগে একাধিক ছবির ঘোষণা এবার উপন্যাস ভিত্তিক প্রেমকাহিনিতে মাতলেন জুটি এবার বাবলি লুকে শুভশ্রী

বুদ্ধদেব গুহ, যাঁর কলমে বরাবরই পাঠকেরা পেয়ে এসেছেন এক ভিন্ন স্বাদের প্রেমের গল্প। বাস্তবের সঙ্গে তাল মিলিয়ে যাঁর কলমে নায়িকারা গল্পের সঙ্গে সঙ্গে বদলিয়েছে, সময়, পরিস্থিতি, এমন কী জায়গা বিশেষে তাঁদেরকে বুদ্ধদেব এঁকেছেন ভিন্ন ভিন্ন লুকে।  তেমনই এক চরিত্র বাবলি। যাঁর সঙ্গে অভির জীবন জড়িয়ে। সেই গল্পই এবার জীবন্ত হয়ে উঠতে চলেছে পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরে। 

আরও পড়ুনঃ একাধিক বাধা, ১৬ বছরের শ্রম, ঐতিহাসিক ছবি রচনায় 'জিন্দাবাদ' সেলিম-আনারকলির প্রেমকথা

একের পর এক ছবি এখন রাজ-শুভশ্রীর হাতে। বর্তমানে গর্ভধারিনী ও ধর্মযুদ্ধ দুই ছবির কাজ রয়েছে স্থগিত। এরই মাঝে খানিক পরিবার মুখী দুই স্টার। লকডাউনে চারদেওয়া বন্দি জীবনে শুধু মুক্তির অপেক্ষা নয়, নতুন অতিথির অপেক্ষাতেই দিন গুণছেন তাঁরা। তারই মাঝে এলো নতুন ছবির খবর। এবার বুদ্ধদেব গুহর থেকে গল্পের স্বত্ত্ব কিনে নিলেন পরিচাল। বাবলি ছবিতে মুখ্য ভুমিকাতে অভিনয় করতে দেখা যাবে শুভশ্রীকে। 

বেশ কিছুদিন আগেই জল্পনা উষ্কে প্রকাশ্যে খবর এসেছিল বাবলি নিয়ে তৈরি হচ্ছে ছবি। তবে থেকেই শুরু জল্পনা। এবার তা সত্য প্রমাণিত হল। পরিস্থিতি স্বাভাবিক হলে একে একে ছবির কাজে হাত দেবেন দুই স্টার। তবে এখন বেশ কিছুদিনের ছুটি। শুভশ্রী বেশ কিছুদিন পরই ফিরতে পরবেন সেটে। তাঅ তড়িঘড়ি নয়। গল্পের চিত্রনাট্য লেখার ভার গেল পদ্মনাভর কাছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই শুরু হবে পুরো দমে ছবির কাজ। 

PREV
click me!

Recommended Stories

দর্শক কমছে, আয়েও টান, হঠাৎই বন্ধ হয়ে যাচ্ছে ৫০-এর বেশি টিভি চ্যানেল
শাস্ত্রীয় নৃত্য থেকে ফিউশন পরিবেশনা- এক চমকপ্রদ সন্ধ্যা উপহার দিল ৩০-র জলসা