একের পর এক বড় পদক্ষেপ, ভোটে জিতেই তৎপর রাজ, এবার তৈরি হল মিনি কোভিড হাসপাতাল

  • বিধায়ক রাজের কাজে মুগ্ধ জনগণ
  • সাধারণের জন্য একের পর এক পদক্ষেপ
  • এবার ব্যারাকপুরে তৈরি হল কোভিড হাসপাতাল
  • রাজের উদ্যোগে মুগ্ধনেটমহল

কথা দিয়েছিলেন পাশে থাকবেন, সেই কথা অক্ষরে অক্ষরে পালন করছেন রাজ চক্রবর্তী। ভোটের আগে রাজনীতিবিদরা এমন অনেক কথাই বলে থাকেন, যার বাস্তবে কোনও প্রতিচ্ছবি মানুষ দেখতে পায় না। তবে ব্যতিক্রমী থাকনে অনেকেই। যাাঁর সত্যি মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার চেষ্টা করেন। সেই তালিকাতেই নাম লিখিয়েছেন রাজ চক্রবর্তী। নির্বাচনের আগে জানিয়েছিলেন তিনি সাধ্যমত পাশে থাকবেন। 

আরও পড়ুন- 'Mango Season'-এ ইউভানের দুষ্টুমি, আম খাচ্ছে নাকি সারা গায়ে মাখছে, ছবি দেখে হতবাক নেটিজেনরা 

Latest Videos

ব্যারাকপুরকে রাজ চেনেন, জানেন, ছোটবেলা কেটেছে সেখানেই। যার ফলে ব্যারাকপুরের মানুষের সমস্যা তিনি বোঝেন। এই করোনার সময় তাই দেরি না করেই তড়িঘড়ি মিনি করোনা হাসপাতাল তৈরি করলেন ব্যারাকপুর স্টেডিয়ামকে। সেখানে ব্যবস্থা করা হয়েছে একশোটা বেডের। সেই ছবি শেয়ার করতেই তা সকলের নজর কাড়ল। 

রাজ চক্রবর্তী ঠিক যেমনটা বলেছিলেন, সাধারণ মানুষের পাশে থেকে ঠিক তেমনটাই করছেন। তাই এলাকা বাসীরাও বেজায় খুশি বিধায়ক হিসেবে রাজকে পেয়ে। প্রথম থেকেই রাজ চক্রবর্তী জানিয়েছিলেন, তিনি ব্যারাকপুরে জিতেই গিয়েছেন, প্রচার নয়, তিনি বিজয় মিছিল করতেন সাধারণ মানুষের মাঝে। ভোটের রেজাল্টের দিনই তা প্রমাণ হয়ে গিয়েছিল। 

Share this article
click me!

Latest Videos

Kaustav Bagchi: স্যালাইন কাণ্ডে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা কৌস্তব বাগচীর, দেখুন কী বলছেন তিনি
'ওদের চোখের জলে ধ্বংস হয়ে যাবে মমতা' ভেজাল স্যালাইন কাণ্ডে বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari
PM Modi Live: স্বামী বিবেকানন্দের জন্মদিনে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
দেড় বছর ধরে সোনারপুরে লুকিয়ে ছিল! চাঞ্চল্যকর মন্তব্য ধৃত বাংলাদেশীর! দেখুন | Sonarpur Latest News
Suvendu Adhikari : রাজ্য সড়ক অবরোধ করে জন্মদিন পালন তৃণমূল কাউন্সিলরের, গর্জে উঠলেন শুভেন্দু