'সেফ হোলি খেলুন', শহরবাসীকে বিশেষ বার্তা দিয়ে শুভেচ্ছা ঋতুপর্ণার

  • কলকাতা সহ রাজ্য আজ দোল উৎসবে মেতে উঠেছে 
  • দোল উৎসবে শহরবাসীকে শুভেচ্ছা জানালেন ঋতুপর্ণা
  • তারই সঙ্গে তিনি 'সেফ হোলি'-র কথা বললেন সবাইকে 
  • আবির, রঙ ও পিচকারি নিয়ে  মাতোয়ারা শহরবাসীরা 

 
 

দোল উৎসবে শহরবাসীকে শুভেচ্ছা জানালেন ঋতুপর্ণা সেনগুপ্ত। মুখে আলতো আবিরের ছোওয়া, ক্রিম আর পিঙ্ক মেশানো পোশাকে হাসিমুখে জানালেন দোলের শুভেচ্ছা বার্তা। সেই সঙ্গে  সবাইকে সাবধানে খেলতে বললেন দোল ও হোলি।

 

Latest Videos

আরও পড়ুন, দোল নিয়ে দুশ্চিন্তায় শান্তিপুর, ইতিমধ্য়েই এসে হাজির বিদেশিরা

সূত্রের খবর, ঋতুপর্ণা রয়েছেন এখন বিদেশে, দোলযাত্রায় কলকাতার জন্য তাঁর মন আনচান করছে, সেই বিদেশ বিভুই থেকেই ভক্তদের উদ্দেশে বার্তা পাঠালেন বাংলা চলচ্চিত্রের এক নম্বর নায়িকা
গাড়িতে বসেই ব্য়স্ত সময়ের মাঝে সময় বার করে ঋতুপর্ণা সেনগুপ্ত জানালেন, শহরবাসী যেন অনেক আনন্দ করেন। তারই সঙ্গে 'সেফ হোলি'-র কথা বললেন সবাইকে। আসলে শহরে একেই দোলের দিনে নানা অঘটন ঘটে। এখন তার উপর করোনা আতঙ্ক। সাবধানতা অবলম্বন করতে বলতে দেশের প্রশাসন। তাই ঋতুপর্ণাও শহর তথা দেশবাসীকে শুভেচ্ছা বার্তা সঙ্গে শুভকামনা জানিয়ে  'সেফ হোলি'-র কথা বললেন।

আরও পড়ুন, মনীষীদের মান দিয়েছেন মমতা, দিলীপকে পাল্টা ফিরহাদের

আজ বসন্তের বাতাসে রঙের ছড়াছড়ি। আবির, রঙ ও পিচকারি নিয়ে রং খেলায় মাতোয়ারা  শহরের ছেলে-মেয়েরা। বসন্তের নবীন পাতায় হিল্লোল জাগায় যে রং, আজ সেই রং-এর উৎসব।  বসন্ত কবেই এসে গিয়েছে। তবে দোল না এলে বসন্তের সেই পূর্ণতা যেনও অধরাই থেকে যায়। শুধু একে অপরকে রং দেওয়া নয়, বাংলার এক এক প্রান্তে দেখা যায় নানা ধরনের দোল উৎসব ও পুজো পদ্ধতি। অপরদিকে, দোল নিয়ে সতর্ক পুলিশ প্রশাসন। নজর রাখা হচ্ছে শহরতলির অলিগলিতে। তবে শান্তিনিকেতনে এবার হচ্ছে না বসন্তোৎসব ৷ করোনা সতর্কতায় বাতিল বসন্তোৎসব৷ দোলের দিন বন্ধ থাকছে বিশ্বভারতীর ক্যাম্পাস৷ 
 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন Suvendu Adhikari
২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র