বয়স কমছে রূপাঞ্জনার, ছবিতে গ্ল্যামার চুঁইয়ে পড়ছে অভিনেত্রীর

Published : Jul 18, 2020, 10:38 PM ISTUpdated : Jul 19, 2020, 12:54 AM IST
বয়স কমছে রূপাঞ্জনার, ছবিতে গ্ল্যামার চুঁইয়ে পড়ছে অভিনেত্রীর

সংক্ষিপ্ত

টলিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রের ফোটোশ্যুটে কুপোকাত নেটবাসী ইনি কি আদৌ রূপাঞ্জনা, বিশ্বাসই করতে পারছে না ভক্তরা হটনেসে তাঁর বয়স ধরা মুশকিল পোস্ট করলেন একের পর এক সিজলিং ছবি

টলিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র নয়া অবতারে মুগ্ধ করে চলেছেন নিজের ভক্তদের। এমনকি যারা তাঁর ভক্ত ছিলেন না তারাও রীতিমত রূপাঞ্জনার ছবি দেখে অবাক হয়েছেন। বয়স যেন রীতিমত কমে গিয়েছে এই ছবিগুলিতে। কালো শার্ট আবার কখনও সাদা শার্ট, সঙ্গে নতুন হেয়াকাট যাতে রূপাঞ্জনাকে চেনা দায় হয়ে উঠেছে। 

আরও পড়ুনঃবেঙ্গালুরুর সৃজিত-অনুপম, চেনা দায় টলিউডের জনপ্রিয় পরিচালক এবং সংগীতশিল্পীকে

এই বয়সেও এমন হটনেস সাধারণত টলিউডে বেশ বিরল। সেই বিরল তালিকায় পড়েন রূপাঞ্জনায়। নিজের ইনস্টাগ্রামে একের পর এক হট ছবি পোস্ট করে চলেছেন তিনি। যা দেখে এক ঝলকে তাঁকে চিনতেই পারেননি নেটিজেনরা। 

আরও পড়ুনঃনো মেকআপ লুকেও নুসরতের মধ্যে গ্ল্যামারের ছোঁয়া, বাড়ির পোশাকেই মুগ্ধ টলিউড

আরও পড়ুনঃকরোনার প্রকোপে হারিয়েছিল ফিটনেস গোলস, অবশেষে পুরনো ছন্দে ফিরে ভিডিও পোস্ট দেবলীনার

কমেন্ট সেকশনেও একই কথা লিখে গিয়েছেন সকলে। কীভাবে এই ট্রান্সফরমেশন নিজের আনলেন রূপাঞ্জনা। সেই নিয়েও টিপসও চেয়েছে মহিলা ভক্তরা। লকডাউনে যেখানে অধিকাংশ মানুষের ওজন বেড়েছে, স্বাস্থ্যের কোনও খেয়ালই রাখা সম্ভব হয়নি সেখানেই রূপাঞ্জনার নয়া অবতার মুগ্ধ করেছে সকলকে।

 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার