'এই এক গরিব ইন্ডাস্ট্রি, দিনের পর দিন পেমেন্ট বাকি', আর্টিস্ট ফোরামের উপর ক্ষোভ উগরে দিলেন সায়নী

  • কিছু সংখ্যক শিল্পীরা বীমার দাবি করছে প্রযোজকের কাছে
  • শ্যুটিং কল টাইম দিয়ে ক্যানসেল করে দেওয়া হচ্ছে
  • দিন আনে দিন খায়, শিল্পী এবং টেকনিশায়নদের অবস্থা শোচনীয়
  • ফেসবুকে প্রতিবাদ সায়নী ঘোষে
  • কমেন্ট সেকশনে অন্য অভিনেত্রীর সঙ্গে শুরু রেষারেষি 

"আর্টিস্টরা মানুষ, আর বাকিরা? তাঁরা মানুষ নয়? কোনও বীমা দেওয়া উচিত না। কেউ এখানে ফ্রি তে কাজ করছে না। সবাই জিএসটি সমেত পার ডে বুঝে নেবেন।" সায়নীর এই ফেসবুক পোস্টে জল্পনা তুঙ্গে। আর্টিস্ট ফোরামের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার সায়নী। লকডাউন খুলতেই শুরু হওয়ার কথা ছিল শ্যুটিং। বলা নেই কওয়া নেই ছোট্ট একটা মেসেজ করেই ফের ক্যানসেল করা হল শ্যুটিং। এদিকে কিছু সংখ্যক শিল্পীরা বীমার জন্য প্রযোজকের উপর চাপ দিচ্ছেন বলে স্টেটাসের লিখেছেন সায়নী। সব মিলিয়ে এখন উত্তেজনা তুঙ্গে। এরই মধ্যে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রের সঙ্গে খানিক কথা কাটাকাটিও শুরু হয়ে গিয়েছিল সায়নীর।

আরও পড়ুনঃফিল্ম-সেটে দীপিকাকে টেনে ধরলেন রণবীর, জনসমক্ষে ঘনিষ্ঠতায় মজে সেলেব-জুটি

Latest Videos

সায়নী আরও লেখেন, "নিজের চারটে খেপ এবং দশটা মাচার ডেফিসিট টা অন্যের ঘাড়ে না চাপালেই নয়। একটা ইউনিটে শুধুমাত্র একজনের করোনা হবেনা। সংক্রমণ হতে বাধ্য। এই এক গরীব ইন্ডাস্ট্রি, দিনের পর দিন পেমেন্ট বাকি। সবকিছুর দায়িত্ব নেওয়া কি স্বাভাবিক? নাকি বাকিরা বিদ্রোহ করে পেট চালাবে? যে শিল্পীরা বীমার দাবি করে ঝামেলা পাকিয়ে কাজ নষ্ট করছে, তাঁরা নিজেকের পারিশ্রমিকের দশ শতাংশ কোভিড ফান্ডে দিক। তাঁদের সঙ্গে যারা একই ইউনিটে শিল্পীদের তুলনায় অনেক বেশি এক্সপোজড। স্বার্থপরের মত ভাবা বন্ধ করুন।" শেষে লিখেছেন, "যে ভয় পাবে বাড়ি বসে থাক। যাদের টাকার প্রয়োজন নিজ দায়িত্বে কাজে লেগে পর। আর কাঠিবাজদের বলছি, মরবে মরো, ছড়িও না।"

আরও পড়ুনঃদিশার আত্মহত্যার খবরে শোকপ্রকাশ সুশান্তের, বহুতল থেকে ঝাঁপ প্রাক্তন ম্যানেজারের

আর্টিস্ট ফোরামের শ্যুটিং ক্যানসেল করে দেওয়ার সিদ্ধান্তে মোটেই খুশি নন সায়নী। কেবল তিনিই নন, পোস্টে কমেন্ট করেছেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তীও। সমর্থন জানিয়েছেন সায়নীর প্রতিটি কথার। অন্যদিতকে রূপাঞ্জনার সঙ্গে রীতিমত কথা কাটাকাটি হয়ে গিয়েছে সায়নীর। রূপাঞ্জনার প্রশ্ন ছিল, সায়নী বৈঠকে উপস্থিত ছিলেন না, তাহলে কেন এমন মন্তব্য করেছেন। সায়নীর পাল্টা জবাবে বলেছেন। বহু শিল্পী সহ কয়েকশো মানুষ বৈঠকে উপস্থিত থাকেন না, তাই বলে এমন ভাষা ভাষা একটা মেসেজ করে কল টাইম বাতিল  করা হবে কেন। রূপাঞ্জনা অনুরোধ জানিয়েছেন, আর্টিস্ট ফোরামে যাঁদের ভোট দিয়ে আনা হয়েছে, তাঁদের উপর একটু ভরসা করতে, সকলে বড্ড তাডা়তাড়ি ধৈর্য হারিয়ে ফেলছে। সায়নী অন্যদিকে নিজের মন্তব্যে অনড় ছিলেন।  

Share this article
click me!

Latest Videos

হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু
Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul