হোলি পার্টির অন্দরমহলের মুহূর্ত, শতাফের হটনেসে কুপোকাত আট থেকে আশি

  • শতাফ ফিগারের হোলি সেলিব্রেশনের ছবি দেখে বাকরুদ্ধ আট থেকে আশি।
  • রঙ খেলার বেশ কিছু ক্যানডিড মুহূর্তে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন টলি অভিনেতা।
  • শতাফের পোস্টগুলি ইতিমধ্যেই হয়ে উঠেছে নেটদুনিয়ার হটকেক। 

টলিউডে তিনি সে সমস্ত অভিনেতাদের মধ্যে পড়েন যাঁরা কমার্শিয়ার এবং ভিন্ন ধরণের ছবিতে সমান তালে অভিনয় করে চলেছেন শতাফ ফিগার। কেবল তাই নয় টলিউডের পাশাপাশি বলিউডেও পুরো দমে কাজ করছেন তিনি। আজ হোলির দিনে বেশ কয়েকটি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছেন। 

আরও পড়ুনঃপ্রেমিকের মধ্যে এই তিন গুণ থাকা চাই-চাই, কার সঙ্গে গোপনে ডেট করছেন কিয়ারা

Latest Videos

আরও পড়ুনঃশ্বশুরবাড়িতে নিকের প্রথম হোলি, রঙে ভেজা ছবি পোস্ট পিগি চপস

নিজের ঘনিষ্ঠমহলের সঙ্গে হাউজ পার্টিতে মজেছিলেন অভিনেতা। জনা কুড়ির সঙঅগে বাড়ির ছাদে হোলি পার্টির আয়োজন করা হয়েছিল। যেখানে কাউকে চেনার জো নেই। নানা রঙের পাশাপাশি সোনালি রূপোলি রঙও মাখানো হয়েছে শতাফকে।

আরও পড়ুনঃহোলি ফ্যাশন-গোলস নিয়ে সকলের 'হৃদয়হরণ' করলেন জয়ী

শতাফের ছবিগুলি দেখে নেটিজেনের একটাই কথা, বয়স যত বাড়ছে ততই হ্যান্ডসাম হয়ে উঠছেন অভিনেতা। তাঁর কোনও ছবি থেকেই চোখ সরানো মুশকিল। তাঁর গুডলুকসের প্রশংসা তো প্রায়সই হয়, শতাফের ব্যক্তিত্ব বেশ পছন্দ ফ্যানেদের। তাদের কথায়, আর পাঁচজন হিরোর মধ্যে যা যা নেই তা শতাফের মধ্যে রয়েছে। অর্থাৎ হটনেস এবং ইন্টেলিজেন্সের প্যাকেজ তিনি। 

এ তো গেল তাঁর প্রশংসা নিয়ে কথা, এমনও অনেক মহিলা আছেন যারা ইনস্টাগ্রামের পোস্টগুলিতে শতাফের সঙ্গে দেখা করার, কথা বলার এমনকি বিয়ের করার প্রস্তাব ও ইচ্ছা প্রকাশ করে থাকে। 

 

 

 

 

 

Share this article
click me!

Latest Videos

চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari