টলিপাড়ায় আবারও শোকের ছায়া, প্রয়াত সঙ্গীত শিল্পী পিলু ভট্টাচার্য

Published : Aug 20, 2021, 09:47 AM IST
টলিপাড়ায় আবারও শোকের ছায়া, প্রয়াত সঙ্গীত শিল্পী পিলু ভট্টাচার্য

সংক্ষিপ্ত

 শুক্রবার সকালেই তাঁরক জীবনাবসান ঘটে। সূত্রের খবর অনুযায়ী বেশ কয়েকদিন ধরেই তিনি বুকের ব্যাথায় ভুগছিলেন, সমস্যা গুরুতর হওয়ায় ভর্তি করা হয় হাসপাতালে। 

গত এক বছরে একের পর এক মৃত্যু দেখছে বিনোদন জগত। একের পর এক তারকার জীবনাবসানের সাক্ষী থাকছে বাংলা, আর সেই শোকে ছায়া যেন ক্রমেই দীর্ঘ, মিলছে না স্বস্তি, এবার সকলকে কাঁদিয়ে অকালেই প্রয়াত সঙ্গীত শিল্পী পিলু ভট্টাচার্য্য। শুক্রবার সকালেই তাঁরক জীবনাবসান ঘটে। সূত্রের খবর অনুযায়ী বেশ কয়েকদিন ধরেই তিনি বুকের ব্যাথায় ভুগছিলেন, সমস্যা গুরুতর হওয়ায় ভর্তি করা হয় হাসপাতালে। তবে চিকিৎসায় মিলছিল সাড়া। তিনি বাড়িও ফিরে এসেছিলেন। 

তবে বৃহস্পতিবার রাতে আবারও হঠাৎ-ই বাড়ে বুকের যন্ত্রণা, সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। সঙ্গীত জগতে অনেক অবদান, ২০১৫ সালে পেয়েছিলেন রাষ্ট্রপতি পুরষ্কারও। সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জানিয়ে পোস্ট করেছেন একাধিক তারকা। 

PREV
click me!

Recommended Stories

দর্শক কমছে, আয়েও টান, হঠাৎই বন্ধ হয়ে যাচ্ছে ৫০-এর বেশি টিভি চ্যানেল
শাস্ত্রীয় নৃত্য থেকে ফিউশন পরিবেশনা- এক চমকপ্রদ সন্ধ্যা উপহার দিল ৩০-র জলসা