কোয়েলের মুখোমুখি মিঠাইরানি, শ্রীদেবী লুকে ভাইরাল কে, কড়া টক্করে দুই সেলেব

Published : Aug 19, 2021, 07:01 PM IST
কোয়েলের মুখোমুখি মিঠাইরানি, শ্রীদেবী লুকে ভাইরাল কে, কড়া টক্করে দুই সেলেব

সংক্ষিপ্ত

ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শো এর মঞ্চে আগামী সপ্তাহে উপস্থিত থাকবেন কোয়েল মল্লিক। আর এই বিশেষ অতিথকেই শ্রীদেবীর নাচে নজর করতে দেখা যাবে। 

বর্তমানে টেলিভিশনের দুনিয়ার সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেছে মিঠাই ধারাবাহিক। গল্পের প্লট থেকে শুরু করে মিঠাই এর চরিত্রে সৌমিতৃষা, সকলের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। কয়েকদিন আগে এই ধারাবাহিকের চমক ছিল মিঠাই রানের শ্রীদেবীর নাচ হাওয়া হাওয়াই। আর তাতেই ঝড় তুলেছিল এই অভিনেত্রী।

 

 

এবার পালা কোয়েল মল্লিকের, সৌজন্যে সেই জি বাংলা। ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শো এর মঞ্চে আগামী সপ্তাহে উপস্থিত থাকবেন কোয়েল মল্লিক। আর এই বিশেষ অতিথি কেই শ্রীদেবীর নাচে নজর করতে দেখা যাবে। তবে এখন জি বাংলার দর্শকদের নজরে প্রশ্ন একটাই, এই ম্যাচে সবথেকে বেশি নজর কাড়লেন কে, সুপারস্টার কোয়েল নাটের স্টার সৌমিতৃষা।  শুটিং সেটে জুম নিয়ে নয় অন্যকে এই গানের সঙ্গে ধরা দিয়েছিলেন মিঠাই। সঙ্গে জুটি বেঁধে ছিল সিদ্ধার্থ।

 

আরও পড়ুন- নারীদের যোগ্য সম্মান না দিলে কলকাতা-বাংলাদেশের ছবিটাও আফগানিস্তানের মতই হবে, অকপট জয়া

আরও পড়ুন- মাসিক কত টাকা বেতনে কেরিয়ার শুরু করেছিলেন অক্ষয়, শুনলে অবাক হবেন

কোন জুটি সাহায্য নেন নি কোয়েল মল্লিক। তিনি বরং তা স্টানিং লুকিয়ে হট অ্যাপিয়ারেন্স ফি' নজর কাড়তে এক চিলতে নাচের তালে তুলে ধরলেন শ্রীদেবীকে। জি বাংলার সোশ্যাল পেজে এই ভিডিও প্রকাশ হবার পরই তার নজর কাড়ে ভক্ত মহলের। মুহূর্তের টাটকা গরম মিঠাইয়ের এই নাচ চলে আসে তুলনায়। যদিও দর্শকেরা দুই স্তরের উপস্থাপনায় বেশ চুটিয়ে উপভোগ করছে।

 

 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?