ফের নক্ষত্রপতন, রইল প্রবীন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের জীবনের অজানা কিছু কথা

  • তপন সিংয়ের  রাজা ছবি দিয়েই বড় পর্দায় প্রথম কাজ করা
  • প্রাথমিক শিক্ষা শুরু করেছিলেন ভবানীপুরের মিত্র ইন্সটিটিউশন থেকে
  • নাচ ও রবীন্দ্র সঙ্গীতেও দক্ষতা ছিল তার
  • তারপরই মাত্র ২৪ বছর বয়সেই সরাসরি তপন সিনহার নজরে পড়েন অভিনেতা সন্তু

সালটা  ১৯৭৫। তপন সিংয়ের  'রাজা ' ছবি দিয়েই বড় পর্দায় প্রথম কাজ করা। মাত্র ২৪ বছর বয়সেই কেরিয়ার শুরু করেছিলেন অভিনেতা। তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তারপর একে একে তরুণ মজুমদার, হরনাথ চক্রবর্তী প্রমুখ পরিচালকের সঙ্গে চুটিয়ে কাজ করেছেন সন্তু মুখোপাধ্যায়। 'সংসার সীমান্তে', 'হারমোনিয়াম', 'গণদেবতা','দেবদাস', 'ব্যাপিকা বিদায়', 'ভালোবাসা ভালোবাসা'-র মতো একাধিক ভাল ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে শুধু বড়পর্দায় নয়, বড়পর্দার পাশাপাশি মঞ্চ, যাত্রা, সবক্ষেত্রেই নিজের অভিনয়ের ছাপ রেখে গেছেন। এমনকী ধারবাহিকেও তার অভিনয় মুগ্ধ করেছিল সকলকে। সম্প্রতি 'নক্সি কাঁথা' ধারাবাহিকে অভিনয় করছিলেন অভিনেতা। আর দেখা যাবে না কোনদিনও তাকেয শুধু স্মৃতির মনিকোঠায় অমলিন হয়ে থেকে যাবে তার ছবি। 

আরও পড়ুন-চলে গেলেন বাঙালির আরেক হার্টথ্রব সন্তু মুখোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে...

Latest Videos

আরও পড়ুন-প্রয়াত 'কলঙ্কিণী কঙ্কাবতী'র 'রঘূবীর', ফিরে দেখা সন্তু মুখোপাধ্যায়ের অভিনয় জীবন...


দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন সন্তু মুখোপাধ্যায়। চলতি মাসের ৪ ফেব্রুয়ারি তার শারীরিক অবস্থার পতন হওয়ার  তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকালই নিজের গল্ফগ্রিনের বাড়িতে সন্ধ্যে ৭.৩০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরেই দুরারোগ্য মারণ ব্যাধি  ক্যান্সারে  আক্রান্ত ছিলেন অভিনেতা। মৃত্যুকাল তার বয়স হয়েছিল ৬৯ বছর। তার এই অকাল প্রয়ানে গভীর ছায়া নেমে এসেছে টলিউডে।টলিপাড়ার ফের নক্ষত্রপতন। মাত্র কিছুদিন আগেই প্রয়াত হলেন  অভিনেতা তথা প্রাক্তন সাংসদ তাপস পাল। সেই বিষাদের রেশ কাটতে না কাটতে চলে গেলেন সন্তু মুখোপাধ্যায়। একের পর  এক নক্ষত্ররা এভাবেই ছেড়ে চলে যাচ্ছেন টলি ইন্ডাস্ট্রিকে। কেউই যেন তার মৃত্যুকে মেনে নিতে পারছেন না। 

আরও পড়ুন-অভিনেতা সন্তু মুখোপাধ্যায় প্রয়াত...


 প্রাথমিক শিক্ষা শুরু করেছিলেন ভবানীপুরের মিত্র ইন্সটিটিউশন থেকে। তারপর পদ্মপুকুর ইনস্টিটিউশন থেকে উচ্চমাধ্যমিক পাস করেন  অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। ছোটবেলা থেকেই  অভিনয়ের প্রতিী গভীর টান ছিল অভিনতোর। ব্যস তারপর উচ্চমাধ্যমিকের পরই পড়াশুনোর পাঠ চুকিয়ে দেন তিনি।  নাচ ও রবীন্দ্র সঙ্গীতেও দক্ষতা ছিল তার।  তারপরই মাত্র ২৪ বছর বয়সেই সরাসরি তপন সিনহার নজরে পড়েন। আর তারপর এক ইতিহাস। বাংলা সিনেমার স্বর্ণযুগের নায়ক উত্তম কুমার,  সৌমিত্র চট্টোপাধ্যায় কার সঙ্গে না অভিনয় করেছেন তিনি । তার সাধাসিধে আটপৌরে অনাড়ম্বর অভিনয় নজর কেড়ে নেয় আমজনতার।  তার অভিনয়ের দক্ষতা নজর কেড়েছিল চিত্র পরিচালকদের। যার  ফলে তরুণ মজুমদার, অরবিন্দ মুখোপাধ্যায় এর মতো পরিচালকরাও তাদের ছবিতে অভিনয় করিয়েছিলেন সন্তুকে দিয়ে। ২০১৩ সাল পর্যন্ত বাংলা সিনেমায় চুটিয়ে অভিনয় করে গেছেন সন্তু মুখোপাধ্যায়। তারপর থেকে টিভি সিরিয়ালেও জনপ্রিয় মুখ হয়ে ওঠেন তিনি । বেশ দাপটের সঙ্গেই জনপ্রিয় টিভি সিরিয়ালে দেখা গিয়েছে অভিনেতাকে। 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury