চিকিৎসায় সাড়া দিয়ে কয়েকবার তাকিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, তবে অবস্থা এখনও সঙ্কটজনক

  • অবস্থা এখনও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়ের
  • তবুও এর মাঝেই রয়েছে আশার আলো
  • চিকিৎসায় সাড়া দিচ্ছেন বর্ষীয়ান অভিনেতা
  • প্রথম পর্বের ডায়ালিসিস সম্পন্ন হয়েছে
     

Asianet News Bangla | Published : Oct 29, 2020 11:24 AM IST / Updated: Oct 29 2020, 05:33 PM IST

চিকিৎসায় সাড়া দিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে অবস্থা এখনও সঙ্কটজনক বলেই জানাচ্ছে বেলভিউ হাসপাতাল। অবস্থার খানিক উন্নতি হয়েছে তাঁর। প্রথম পর্বের ডায়লিসিসও সম্পন্ন হয়েছে। বিপদ কাটতে এখনও আরও সুস্থ হয়ে উঠতে হবে বর্ষীয়ান অভিনেতাকে। বুধবার, অভিনেতার রেনাল ফাংশনের উন্নতির পর ডায়লিসিসের সিদ্ধান্ত নেয় হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের টিম। 

বৃহস্পতিবার সকালে প্রথম পর্বের ডায়লিসিস সম্পন্ন হয়। যার ফলে ইউরিন আউটপুট বেড়েছে। তিনটি ডায়লিসিস হওয়ার কথা তাঁর। দ্বিতীয়টিও বৃহস্পতিবার অর্থাৎ আজই হওয়ার কথা বলে জানিয়েছে ডাঃ কর। নিউরোলজি এবং নেফ্রোলডজি বিশেষজ্ঞদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। চিকিৎসায় সারা দেওয়ার মাঝে বেশ কয়েকবার চোখও খুলেছেন তিনি। তবে আচ্ছন্নভাব এখনও রয়েছে গিয়েছে অনেকখানি। 

আরও পড়ুনঃকরোনা আবহে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, নতুন রূপে আসছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎস

 

এই মাসের প্রথম সপ্তাহে কোভিডে আক্রান্ত হয়ে বেলভিউতে ভর্তি হয়েছিলেন অভিনেতা। প্লাজমা থেরাপির পর তাঁর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। চিকিৎসায় রীতিমত সাড়া দিচ্ছিলেন তিনি। সারা দিতে দিতেই হঠাৎই অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকদের কথায়, কোভিড এনসেফ্যালোপ্যাথি শরীরের মধ্যে সমস্যা বাড়িয়েছে। তবে আপাতত রক্তচাপ স্বাভাবিকই রয়েছে। ডায়লিসিসের কারণে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যেতেই রক্ত দিতে হয়েছে। 

Share this article
click me!