মোমবাতি হাতে শেষযাত্রা, অগণিত মানুষের কণ্ঠে আগুনের পরশমণি

  • শেষযাত্রায় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়
  • সকলের হাতে মোমবাতী
  • আগুনের পরমশমণি গানে চির বিদায়
  • কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে গান সেলুট 

Jayita Chandra | Published : Nov 15, 2020 12:32 PM IST / Updated: Nov 15 2020, 06:07 PM IST

শেষযাত্রায় সৌমিত্র চট্টোপাধ্যায়। হাজার হাজার মানুষের চোখের জলে চিরঘুমের দেশে সকলের প্রিয় ফেলুদা। কেউ আবার তাঁকে খুঁজে পেয়েছেন অপুর অধ্যায়ে, কেউ আবার চিনেছেন তাঁকে একেবারের ঘরের মানুষের মতই। তারকা থেকে সাধারণ মানুষ, রবিবার সন্ধ্যে এস পি মুখোপাধ্যায় রোডের ছবিটা গেল পাল্টে। মোমবাতির আলোয় ভরে উঠল গোটা রাস্তা। য।েমনুষ বাঙালিকে বিশ্বের দরবারে পৌঁচ্ছে দিয়েছেন, আজ সেই বাংলাই পথে নামলেন তাঁর শেষ বিদায়ে। 

চোখের জলে ভাসছে আজ শত শত মানুষ। নিস্তবদ্ধ আজ স্টুডিও পাড়া। তাঁর খুব কাছের গান আগুনের পরশমণিতে ভরে উঠল পদযাত্রা। সকলেই পায়ে পায়ে এগিয়ে চললেন কেওড়াতলা মহাশ্মশানের পথে। সেখানেইন দাহ করা হবে কিংবদন্তী অভিনেচাকে। 

পদব্রজে পায়ে পা মেলালেন এদিন সকলেই। মুখে অভিনেতার প্রিয় গান, হাতে অভিনেতার পোস্টার, মোমবাতি, চোখে জল। রবিবার শোকস্তবদ্ধ গোটা বাংলা তথা সংস্কৃতিক জগত। ৬.১৫ থেকে ৬.৩০ পর্যন্ত দেওয়া হবে গান স্যালুট। তারপর হবে শেষকৃত্য। এদিন অভিনেতার মেয়ের কথায়, বাবার জীবন সেলিব্রেট করা হোক। চোখের জলে বিদায় নয়। 

Share this article
click me!