ছিঃ ছিঃ! শেষে কিনা বাবাকে বিয়ে করতে চাইতেন শ্রাবন্তী, পুরোনো ভিডিও ঘিরে শোরগোল

টলিউড অভিনেতা দেবশঙ্কর হালদারের জনপ্রিয় টক শো হ্যাপি প্যারেন্টস ডে-র একটি ক্লিপিংস ছড়িয়ে পড়েছে। যা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী। যেখানে নিজের মা ও বাবার সঙ্গে এসেছিলেন নায়িকা। এবং শুধু তাই নয় তার দুষ্টুমির কথাও ফাঁস হয়েছে এই শো-তে। মা ও বাবা বরাবরই চাইতেন যে মেয়ে অভইনয় করুক। তবে প্রচন্ড দুষ্টুমিও করতেন, যার কারণে মারও জুটত। বাবা একটু বেশি রাগি। এই শো-তে এসেই নিজের ছোটবেলার কথা ফাঁস করেছেন স্বয়ং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি জানান, তার বাবা থিয়েটারে অভিনয় করতেন। এবং ছোটবেলা থেকে বাবা-ই ছিলেন শ্রাবন্তীর ক্রাশ। ছোটবেলায় নায়িকা বলতেন, বড় হয়ে বাবাকেই বিয়ে করবেন। তার উত্তরে বাবা বলতেন, 'আচ্ছা ঠিক আছে আগে বড় তো হ।'
 

টলিপাড়ার মিষ্টি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।  আইনি বিবাহ বিচ্ছেদ না হলেও  অভিনেত্রীর তৃতীয় স্বামী রোশন এখন অতীত।  তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই সবার চোখ যেন শ্রাবন্তীর উপরে। ফের টলিপাড়ার নয়া গুঞ্জন শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে। একাধিকবার সম্পর্ক ভাঙা-গড়ার খবরের জন্যই শিরোনামে থাকেন শ্রাবন্তী। যত না বেশি কাজের জন্য শিরোনামে থাকেন তার চেয়ে অনেক বেশি তাকে ঘিরে থাকে সমালোচনা। সম্প্রতি শ্রাবন্তীর একটি পুরোনো সাক্ষাৎকারকে কেন্দ্র করে জোর শোরগোল শুরু হয়েছে। 

টলিউড অভিনেতা দেবশঙ্কর হালদারের জনপ্রিয় টক শো হ্যাপি প্যারেন্টস ডে-র একটি ক্লিপিংস ছড়িয়ে পড়েছে। যা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী। যেখানে নিজের মা ও বাবার সঙ্গে এসেছিলেন নায়িকা। এবং শুধু তাই নয় তার দুষ্টুমির কথাও ফাঁস হয়েছে এই শো-তে। মা ও বাবা বরাবরই চাইতেন যে মেয়ে অভইনয় করুক। তবে প্রচন্ড দুষ্টুমিও করতেন, যার কারণে মারও জুটত। বাবা একটু বেশি রাগি। এই শো-তে এসেই নিজের ছোটবেলার কথা ফাঁস করেছেন স্বয়ং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি জানান, তার বাবা থিয়েটারে অভিনয় করতেন। এবং ছোটবেলা থেকে বাবা-ই ছিলেন শ্রাবন্তীর ক্রাশ। ছোটবেলায় নায়িকা বলতেন, বড় হয়ে বাবাকেই বিয়ে করবেন। তার উত্তরে বাবা বলতেন, 'আচ্ছা ঠিক আছে আগে বড় তো হ।'

Latest Videos

শ্রাবন্তীর এই ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি এই ভিডিওকে কেন্দ্র করেই শুরু হয়েছে  বিতর্ক। বাবাকে বিয়ে করব এই কথা নিয়েই শুরু হয়েছে ট্রোলিং। তবে শ্রাবন্তীর অনুরাগীরাও পাল্টা একহাত নিয়েছেন। তারা জানিয়েছেন, ছোটবেলায় এমন কথা অনেক বাচ্চারাই বলে থাকেন। প্রেম- থেকে বিবাহ, দাম্পত্য থেকে বিচ্ছেদ শ্রাবন্তী চট্টোপাধ্যায় যেন টলিপাড়ার ওপেন সিক্রেট। যদিও সব কিছুকে পাত্তা না দিয়ে বেশ রোম্যান্টিক মুডে রয়েছেন টলিপাড়ার এই নায়িকা। একের পর এক ছবি-ভিডিও দিয়ে ভক্তদের বিনোদনের রসদ জোগান তিনি।  অয়ন দে পরিচালিত 'ভয় পেও না'- ছবিতে শ্রাবন্তীর বিপরীতে ওম সাহানিকে দেখা যাবে। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৭ শে মে মুক্তি পেতে চলেছে এই হরর থ্রিলার। 'ভয় পেও না'-ছবিতে স্বামী ও স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ওম ও শ্রাবন্তীকে। ছবিতে শ্রাবন্তীর চরিত্রের নাম অনন্যা যার সঙ্গে শাশুড়ির সম্পর্ক মোটেই ভাল নয়। বউমাকে ভয় দেখিয়ে বাড়িছাড়া করতে চান তিনি। পর্দায় ওম ও শ্রাবন্তীর রসায়ন কেমন হতে চলেছে তা দেখার জন্যই মুখিয়ে রয়েছে দর্শকরা।

আরও পড়ুন-যৌন সঙ্গম ভুললেও শরীরে বয়ে বেড়াতে হচ্ছে প্রাক্তনকে, বোমা ফাটালেন সামান্থা

আরও পড়ুন-সহবাসের প্রস্তাব থেকে মারধর, অতীত ভুলে রণবীরের বিয়ের পর কি দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিলেন করিশ্মা?

আরও পড়ুন-পূত্রবধূর জায়গায় ঐশ্বর্যকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন অমিতাভ, কেন জানেন?

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury