উরুর খাঁজে চুইয়ে পড়ছে উষ্ণতা, পাখির মতো ডানা মেলে উড়ছেন শ্রাবন্তী

কেরিয়ার থেকে রাজনীতি,  টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সর্বদাই যেন শিরোনামে রয়েছেন। টলিপাড়ার কন্ট্রোভার্সি কুইন বললে খুব একটা ভুল হবে না।  বিতর্ক যেন তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি হলেন টলিউডের অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় ( Srabanti Chatterjee)। তাকে নিয়ে আলোচনা-সমালোচনা চলতেই থাকে। তবে এই সব কিছুতে মাথা ঘামাতে নারাজ শ্রাবন্তী। তিনি নিজের মতো করেই জীবনটা উপভোগ করতে চান। ঘরে যেন মন টিকছে না শ্রাবন্তীর। এককথায় বলতে গেলে নায়িকার মন এখন উরু উরু। বেড়ানোর নেশা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। কখনও বসে, আবার কখনও দাঁড়িয়ে, কখনও আবার জানালার কাঁচে চোখ রেখে পুরো শহরটা দেখছেন শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়। অলিভ রঙের শর্ট ফ্রক, পায়ে স্নির্কাস, খোলা চুলেই নজর কেড়েছেন শ্রাবন্তী। 

কেরিয়ার থেকে রাজনীতি,  টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সর্বদাই যেন শিরোনামে রয়েছেন। টলিপাড়ার কন্ট্রোভার্সি কুইন বললে খুব একটা ভুল হবে না।  বিতর্ক যেন তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি হলেন টলিউডের অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় ( Srabanti Chatterjee)। তাকে নিয়ে আলোচনা-সমালোচনা চলতেই থাকে। তবে এই সব কিছুতে মাথা ঘামাতে নারাজ শ্রাবন্তী। তিনি নিজের মতো করেই জীবনটা উপভোগ করতে চান। ঘরে যেন মন টিকছে না শ্রাবন্তীর। এককথায় বলতে গেলে নায়িকার মন এখন উরু উরু। বেড়ানোর নেশা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। 

ব্যক্তিগত  জীবনের টানাপোড়েন, বিবাহবিচ্ছেদের মধ্যেও এপ্রান্ত থেকে ওপ্রান্ত ঘুরে বেড়াচ্ছেন শ্রাবন্তী। কয়েকদিন আগেই মলদ্বীপ থেকে ঘুরে এসেছেন নায়িকা ফের বেরিয়ে পড়েছেন  দুবাই সফরে। দুবাইয়ের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন নায়িকা। মরুশহর দুবাইতে উড়ে গিয়েই বিশ্বের সবচেয়ে উঁচু ইমারত বুর্জ খলিফাতে গিয়ে নিজের স্বপ্নপূরণ করলেন শ্রাবন্তী ( Srabanti Chatterjee) । দুবাই (Dubai)সফরের প্রতিটা ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন শ্রাবন্তী অভিনেত্রী। এবার বুর্জ খলিফায় গিয়েই একগুচ্ছ ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী । যেখানে দেখা যাচ্ছে বিশ্বের সবচেয়ে উচু ইমারতের কাঁচের দেওয়ার ভেদ করে যেন ডানা মেলে উড়ে যেতে চাইছেন শ্রাবন্তী।। ছবি পোস্ট করা মাত্রই লাইক ও কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। 

Latest Videos

 

 

কখনও বসে, আবার কখনও দাঁড়িয়ে, কখনও আবার জানালার কাঁচে চোখ রেখে পুরো শহরটা দেখছেন শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়। অলিভ রঙের শর্ট ফ্রক, পায়ে স্নির্কাস, খোলা চুলেই নজর কেড়েছেন শ্রাবন্তী। কিছুদিন আগেও  সাদা বালিয়াড়িতে বসে ছবি পোস্ট করে আগুন জ্বালিয়েছিলেন শ্রাবন্তী। টলিপাড়ার মিষ্টি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়   ( Srabanti Chatterjee)এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।  আইনি বিবাহ বিচ্ছেদ না হলেও  অভিনেত্রীর তৃতীয় স্বামী রোশন এখন অতীত।  তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই সবার চোখ যেন শ্রাবন্তীর উপরে। তার রূপের ছটায় ঘায়েল হাজারো পুরুষ। ঘুরতে যেতে যে ভীষণ ভালবাসেন তা সকলেরই জানা। কোনও সিনেমার শুটিংয়ের জন্য নয় বরং ব্যক্তিগত কারণের জন্য এবার মরু শহরে উড়ে গিয়েছেন শ্রাবন্তী  ( Srabanti Chatterjee)। নিজের ইনস্টাগ্রামে দুবাই সফরের একের পর এক ছবি শেয়ার করেই চলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, আর তার রূপের ছটায় ঘায়েল হচ্ছেন সাইবারবাসী।

 

 

আরও পড়ুন-লো নেক ক্রপ টপে উথলে উঠছে বিভাজিকা, ডুবন্ত সূর্যের আভায় শরীরী মোচড় জাহ্নবীর

আরও পড়ুন-স্পোর্টস ব্রা পরেই এলোমেলো চুলে রাস্তায় বেরোলেন মালাইকা, হট ক্লিভেজে বোল্ড আউট ভক্তরা

আরও পড়ুন-দীর্ঘদিনের সহবাস সঙ্গী রণবীরকে কবে বিয়ে করছেন, পাল্টা জবাবে এ কী বললেন 'গাঙ্গু'

 

অভিনেত্রীর রাজনৈতিক জীবন নিয়েও জল্পনা তুঙ্গে।একুশে-র নির্বাচনে গেরুয়া পতাকা হাতে তুলে  নিয়েছিলেন টলি তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় ( Srabanti Chatterjee) ।  গেরুয়া শিবিরে যোগ দিয়েই বোমা ফাটিয়েছিলেন  অভিনেত্রী। তারপর আবার বিজেপি ছেড়েও দিয়েছেন। বিজেপি ছাড়ার পর আচমকাই বহরমপুরে তৃণমূলের সমর্থনে প্রচারে বেরিয়ে রীতিমতো বোমা ফাটালেন নায়িকা  ( Srabanti Chatterjee) । তবে কবে তিনি তৃণমূলে এলেন এই নিয়ে জোরকদমে কানাঘুষো চলছে। তবে এবার নিজেই পুরো বিষয়টা খোলসা করলেন অভিনেত্রী ( Srabanti Chatterjee)। তিনি জানিয়েছেন, আমরা অভিনেত্রী। আজ অন্যভাবে এসেছি। তৃণমূলের হাত শক্ত করুন। আপনার পাশে না দাঁড়ালে এগোতে পারব না। মমতা দি আমাদের কাছের , খুবই ভাল মানুষ। সকলের পাশে সবসময়ে তিনি থাকেন, ঘরের মেয়ের মতো। আমরা ভালবাসি। জোড়ফুলে ভোট দিন, তৃণমূলকে (TMC) জয়ী করুন। তবে কি পাকাপাকিভাবেই শ্রাবন্তী যোগ দিয়েছেন জোড়াফুলে। তার উত্তরে হেসে বলেছেন, আমি তো জোড়াফুলেই। আপাতত এই নিয়ে দলের অন্দরে কানাঘুষো চলছে। অনেকে আবার শ্রাবন্তীকে খোঁচা দিয়ে বলেছেন, ভাল মানুষ দিদিকে থেড়ে ভোটের আগে পদ্ম শিবিরে কেন গেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। 
 

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী