শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জীবন এখন টালমাটাল। একের পর এক সম্পর্কে ভেঙেই চলেছে তাঁর। এই মুহূর্তে শান্তি খুঁজে পাওয়া যেন বিশাল এক কঠিন ব্যাপার। তবুও পেশাগত ও ব্যক্তিগত দিক সামলে সময়ের সঙ্গে এগিয়ে চলছেন শ্রাবন্তী। তবে দু'জন মানুষের আশীর্বাদ না থাকলে তিনি এ যাত্রায় হয়তো হেরেই যেতেন। তাঁদেরকে ধন্যবাদ জানিয়ে নিজে মুখে এ কথা স্বীকার করলেন শ্রাবন্তী।
সম্প্রতি মা ও বাবার সঙ্গে ছবি পোস্ট করে এমনটাই জানালেন শ্রাবন্তী। শ্যুটিংয়ের মাঝখানে শ্রাবন্তীকে এসে চমক দিয়েছেন তারা। মেয়েকে কোনও পরিস্থিতিতেই মেয়েকে একা ছাড়বেন না। এই মুহূর্তে শ্রাবন্তী ঠোঁটে হাসি থাকলে ভিতরে অবশ্যই রয়েচে চাপা দুঃখ। এমনই ধারণা শ্রাবন্তীর ভক্তদের। প্রতিটি বিয়ের সম্পর্কেই একের পর এক বাধা। কোনওভাবেই সুখে শান্তিতে সংসার কারর সুযোগই পাচ্ছেন না শ্রাবন্তী। তারই মধ্যে রোশনের সঙ্গে সম্পর্কের তিক্ততা বাড়ছেই বলেই অনুমান নেটিজেনরা।
আরও পড়ুনঃ'হিয়া'কে বড়পর্দায় দেখতে চান দেব, অনামিকার প্রশংসায় পঞ্চমুখ টলি অভিনেতা
বিভিন্ন পোস্টের মাধ্যমেই সোশ্যাল মিডিয়ায় একে অপরের গায় কাদা ছোড়াছুড়ি চলছে শ্রাবন্তী এবং রোশনের মধ্যে। একাধিক পোস্টের মাধ্যমে নিজেদের প্রতি তিক্ততা জাহির করছেন তাঁরা। তবে এতেও ভেঙে পড়ার মানুষ নন শ্রাবন্তী। বরং ছেলে, মা, বাবাকে পাশে পেয়েই এগিয়ে চলেছেন। শ্যুটিংয়ের ফাঁকে বাবা, মায়ের দেওয়া সারপ্রাইজে আনন্দের অন্ত নেই শ্রাবন্তীর। খুশি হয়ে একটি সেলফি তুলে নিয়েছেন। যা তিনি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, "হঠাৎ করে চমক। তোমরা আমার জীবনের সবথেকে বড় সাপোর্ট।"