বিয়ের আগেই প্রি-হানিমুন, প্রকাশ্যে এল অভিনেত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি

  • রোশনের সঙ্গে একান্ত মুহূর্তে ধরা দিয়েছেন শ্রাবন্তী
  • এই ছবিকে কেন্দ্র করেই জোর চর্চা শুরু হয়েছে
  • তবে কি বিয়ের আগেই প্রি-হানিমুনে  পাটায়া গেছিলেন এই কাপল
  • আপাতত 'কাবেরী অন্তর্ধান' ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী

শ্রাবন্তী চট্টোপাধ্যায় -রোশন সিং। টলিপাড়ার অন্যতম চর্চিত কাপল । নিজেদের ব্যক্তিগত মুহূর্তের ছবি মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকেন এই কাপল। একের পর এক ছবিতে মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল এই কাপল। সম্প্রতি আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী। রোশনের সঙ্গে একান্ত মুহূর্তে ধরা দিয়েছেন শ্রাবন্তী। যদিও ছবিটি শেয়ার করেছেন রোশন নিজেই। ছবির ক্যাপশনও বেশ নজরকাড়া। মুহূর্তের মধ্যে তার এই পোস্টটি ভাইরাল হয়েছে। ছবিটির ক্যাপশনে লিখেছেন 'পাটায়া মে হি পাটায়া'-এই ছবিকে কেন্দ্র করেই জোর চর্চা শুরু হয়েছে।

 

Latest Videos

আরও পড়ুন-বেবিবাম্পের পর সদ্যোজাতকে কোলে নিয়ে ছবি পোস্ট কোয়েলের, জল্পনা তুঙ্গে...

 

 

ছবিটি যে বিয়ের আগের তোলা সেটা স্পষ্ট। তাহলে কি বিয়ের আগেই প্রি-হানিমুনে  পাটায়া গেছিলেন এই কাপল। এই প্রশ্নই এখন উঠে আসছে। শ্রাবন্তীর ফ্লোরাল প্রিন্টের টপ, এবং রোশন পরেছেন লাল রঙের স্যান্ডো গেঞ্জি পিছনে থমকে দাঁড়িয়ে রয়েছে নীল সমুদ্র। আপাতত এই ছবিই এখন ভাইরাল নেটদুনিয়ায়।  শুধু রোশনই নয়, শ্রাবন্তীও কম যান না কোনও দিক থেকে। রোশনকে নিয়ে অমৃতসর ট্যুরের একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সদ্যই ভ্যালেন্টাইন্স ডে-র দিন একে অপরকে জড়িয়ে ধরে ভালবাসা শুভেচ্ছাও জানিয়েছেন এই কাপল।

 

 

বিয়ের আগে যে চুটিয়ে ঘোরাঘুরি হয়েছে তা এখন ধীরে ধীরে প্রকাশ্যে এসেছে। আপাতত 'কাবেরী অন্তর্ধান' ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিতে প্রসেনজিতের বিপরীতে এই প্রথম দেখা যাবে অভিনেত্রীকে। আপাতত উত্তরবঙ্গে শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন শ্রাবন্তী।

 


 

Share this article
click me!

Latest Videos

এবার চোরেদের নিশানায় অঙ্গনওয়ারী কেন্দ্র! উধাও চাল ডাল তেল এমনকি পাম্পও! | Nadia News Today
Daily Horoscope : ৭ জানুয়ারি মঙ্গলবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, দেখুন আজকের রাশিফল
গঙ্গাসাগরে যাতায়াত আরও হবে সহজ, বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | Mamata Banerjee
'হিন্দু হটাও! আয় জিহাদির বাচ্চা কোথায় আছিস, বাণ্ডিল করে পাঠাব' চরম বার্তা Suvendu Adhikari-র
'সেমি ফাইনালে হারিয়েছি ফাইনালেও হারাবো' Suvendu Adhikari-র চ্যালেঞ্জ Mamata-কে! #shorts #shortsfeed