'বাবা চলে গেল, মানতে পারছি না', সোশ্যাল মিডিয়ায় মন খুললেন শ্রীলেখা মিত্র

বাবাকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় মন খুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।  বাবার হঠাৎ করে চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না অভিনেত্রী।


 

Asianet News Bangla | Published : Sep 29, 2021 10:38 AM IST

বাবাকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় মন খুললেন শ্রীলেখা (Sreelekha Mitra)। আচমকাই প্রয়াত হন শ্রীলেখার মিত্র-র বাবা সন্তোষ মিত্র (Santosh Mitra)। বাবার হঠাৎ করে চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না শ্রীলেখা মিত্র। ফেসবুকে বাবার ছবি শেয়ার করে এমনটাই জানালেন তিনি।

আরও পড়ুন, 'প্রধানমন্ত্রী বাঙালিদের ওপরে ভরসা করছেন না', দিল্লি থেকে শহরে ফিরে তোপ বাবুলের

ফেসবুকে শ্রীলেখা মিত্র লিখেছেন, আমার প্রিয় পুরুষ, আমার মানুষ, বাবা। যার কাছে তাঁর কন্যাই শ্রেষ্ঠ। আমার খুঁটিনাটি বিষয় তার জানা চাই। মতামত না চাইলেও দেওয়া চাই। আমার ভাল কিছু হলে আমার থেকেও যে মানুষটি বেশি খুশি হয়, সেই বাবা দুম করে মারা গেলেন। এটা আমি মেনে নিতে পারছি না। চাইছিও না।আমার বাবা আমার কী সেটা আমরা দুজনেই শুধু জানি। বাবাগো তোমার সঙ্গে কথা হয়েছিল, তুমি আমায় বোঝাবে যে তুমি আমার কাছে আছো, সেটা এমনি এমনি না। আমায় প্রুফ দিয়ে বোঝাবে বলে রাখলাম, না হলে তোমায় ছাড়তে পারছি না, ছাড়বো না, এইভাবে কষ্টে থাকবো, তুমি দেখবে। আমায় প্রুফ দাও।'

আরও পড়ুন, Durga Puja: দশভূজা নয়, ১০৩ বছরের হাওড়ার শ্রীমানী পরিবারের দেবী দুর্গা পূজিত হন হরগৌরী রুপে

অপরদিকে, মাকে আগেই হারিয়েছিলেন শ্রীলেখা, এবার তিনি বাবাকেও হারালেন। পুরোপুরি এবার একা হয়ে গেলেন অভিনেত্রী। মা-বাবার ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, আমার আইডল আমার মা,বাবা, আমার সব কিছু। আমি হারিয়ে ফেললাম। বাবার ফেসবুক পেজের লিঙ্ক শেয়ার করে শ্রীলেখা বলেছেন, আমি তোমায় ছেড়ে বাঁচবো কী করে বাবা, আমি তো পারছি না বাবা, আমায় নিয়ে যাও।' মা চলে যাওয়ার পর বাবাকে আগলে রাখতেন শ্রীলেখা। বাবা তাঁর বন্ধুর মতো হয়ে গিয়েছিলেন। ২৮ জুলাই বাবার সঙ্গে শেষবারের মতো ছবি শেয়ার করেন শ্রীলেখা। কোনও পারিবারিক অুনুষ্ঠানে বাবা এবং মেয়েকে নিয়ে গিয়েছিলেন শ্রীলেখা। সেখানে বাবার এবং তাঁর পোশাকের রং এক ছিল। ক্যাপশনে খুব আদরে লিখেছিলেন, 'বাবা, আমি সেম সেম।'

 

 আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা  

 

 

Share this article
click me!