মিথিলা-আয়রার থেকে শতহস্ত দূরে সৃজিত, বিদায় জানালেন 'অ্যাঞ্জেলিনা'কে

Published : Oct 03, 2020, 12:16 PM IST
মিথিলা-আয়রার থেকে শতহস্ত দূরে সৃজিত, বিদায় জানালেন 'অ্যাঞ্জেলিনা'কে

সংক্ষিপ্ত

সমুদ্রসৈকতে ফাঁকা বাথটাব সেই ফাঁকা বাথটাবেই লুকিয়ে সৃজিতের বার্তা সেই বার্তা দিলেন জন বায়েজের গানের মাধ্যমে অ্যাঞ্জেলিনাকে বিদায় জানালেন তিনি  

সমুদ্রসৈকতে সৃজিত মুখোপাধ্যায়ের একাকিত্ব। ফাঁকা বাথটাবে, ফাঁকা সমুদ্রসৈকত। অ্যাঞ্জেলিনাকে বিদায় জানালেন সৃজিত। কে এই অ্যাঞ্জেলিনা, উঠছে প্রশ্ন। ক্যাপশনে সৃজিত লিখেছেন, "একটা ফাঁকা বাথটাব, সমুদ্রসৈকতের ধারে, বিদায় অ্যাঞ্জেলিনা, মেঘ ডাকছে, আমায় যেতেই হবে।" এই অ্যাঞ্জেলিনা হলেন জন বায়েজের গানের একটি কাল্পনিক চরিত্র। সেই গানের একটি লাইন ছবি পোস্ট করে ক্যাপশনে ব্যবহার করলেন সৃজিত। 

গানটি অতি জনপ্রিয় গান, ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা। সেই গানের একটা লাইন শেয়ার করে বার্তা দিলেন সৃজিত। স্ত্রী মিথিলা এবং মেয়ে আয়রার থেকে দূরে রয়েছেন তিনি। সেই কারণেই কি এই একাকিত্বের অনুভূতি। নাকি প্রাকৃতিক ও হোটেলরুমের শোভার কারণেই কি এই পোস্ট। প্রসঙ্গত, ফেলুদা সিরিজ নিয়ে আসছেন সৃজিত। দুটি সিজন ১২টি পর্ব নিয়ে তৈরি করেছেন ফেলুদার 'ছিন্নমস্তার অভিশাপ' এবং 'যত কাণ্ড কাঠমাণ্ডুতে' নিয়ে।

 

 

'ফেলুদা ফেরত' নামের এই ওয়েব সিরিজটি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে। সৃজিতের সঙ্গে আড্ডাটাইমসের দূরত্ব এবং সমস্যা নিয়ে বিভিন্ন কথাই উঠে আসছে বিনোদনমহল থেকে। তাঁর ১২ টি এপিসোড সমেত ফেলুদা ফেরত-এর দুটি সিজন তৈরি। তবে কোনও এক অজ্ঞাতকারণে তিনি এগুলি মুক্তি করানোর পথে বাধাপ্রাপ্ত হচ্ছেন। যদিও তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানিয়েছেন তিনি ফেলুদা ফেরত মুক্তি করানোর জন্য রাজি। অতি শীঘ্রই মুক্তি পাবে ট্রেলার। 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে