'মম-টু-বি' কে দিলেন নিজের গোটা সময়, রবিবারের দুপুরে রাজশ্রীর প্রেমালাপ

Published : Jul 26, 2020, 10:31 PM ISTUpdated : Jul 26, 2020, 10:32 PM IST
'মম-টু-বি' কে দিলেন নিজের গোটা সময়, রবিবারের দুপুরে রাজশ্রীর প্রেমালাপ

সংক্ষিপ্ত

'মম টু বি' শুভশ্রীকে আদরে ভরিয়ে দিলেন রাজ রবিরার দুপুরে সেলেব জুটির প্রেমালাপ সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট রাজের নিমেষে ভাইরাল হল 'রাজশ্রী'র মিষ্টি রসায়ন

জীবনের সেরা সময় কাটাচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। খুব শীঘ্রই মা হতে চলেছেন নায়িকা। সন্তান আসার পরও এই সেরা মুহূর্তগুলি যেন আরও স্পেশ্যাল হয়ে উঠবে তাঁর কাছে। রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেমালাপে মেতে উঠলেন মম টু বি। রবিবারের দুপুরে তাঁদের মিষ্টি রসায়ন ধরা পড়ল সোশ্যাল মিডিয়ায়। রাজ নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন শুভশ্রীর সঙ্গে মাখোমাখো রসায়ন। ছবির ক্যাপশন দিয়েছেন, খুশির রবিবার। লকডাউনের মাঝে কাজের শত ব্যস্ততার মধ্যেও ছুটির দিন কেবল শুভশ্রীর জন্য এখন অবশ্য শুভশ্রী একা নন। রয়েছেন খুদেজনও। শীঘ্রই তাঁদের জীবনে আসতে চলেছে সেই খুদে অথিতি। 

আরও পড়ুনঃচরম অর্থ সংকট, বাধ্য হয়ে রাখি বিক্রি করছেন 'সাথিয়া'-র অভিনেত্রী

প্রসঙ্গত, বাড়িতেই ম্যাটারনিটি ফোটোশ্যুটে মেতে উঠেছিলেন শুভশ্রী। করোনার প্রকোপে বাইরে যাওয়ার উপায় নেই, ঘটা করে সাধ দেওয়ারও সুযোগ নেই তাঁকে। তবে তাতে কি মাটার্নিটি ফোটোশ্যুট হয়ে গেল বাড়িতেই। কালো রঙের মিডি ড্রেসে দেখা গিয়েছিল শুভশ্রীকে। সেখানে তাঁর বেবি বাম্পই একমাত্র ইউএসপি। তাঁকে এখন টলিউড নাম দিয়েছে সেক্সি মাম্মা। এই নামেই ডেকে চলেছে তাঁকে নেটিদজেনরাও। গর্ভবতী মানেই টেস্টবাডে আসে বিভিন্ন বদল। কখনও টক খেতে ইচ্ছা করে তো কখনও মিষ্টি আবার কখনও ঝাল। 

আরও পড়ুনঃ'সুশান্তকে খুন করে এখন মিথ্যে সমবেদনা', আবেগে ভরা রিয়ার ভাইয়ের পোস্ট, পেল 'খুনি'র তকমা

 

এমনই ক্রেভিংস বাড়তে থাকে মাসের সঙ্গে। শুভশ্রীরও ক্রেভিং নিয়ে এখন মাতোয়ারা তাঁর ভক্তরা। মাসখানেক আগে অভিনেত্রীর পোস্ট করা কয়েকটি ছবিতে তাঁকে নাইটস্যুটে দেখা গিয়েছে। যেখানে ফ্রিজের সামনে দাঁড়িয়ে চকোলেট খাচ্ছেন আবার কখনও দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে মজার পোজ দিচ্ছেন। এভাবেই কাটছে মম টু বি শুভশ্রীর দিন। তিনিও ক্যাপশনে লিখেছেন, এই নয় মাস আরামসে যা ইচ্ছে খেয়ে যাও। বারণ করার কেউ নেই। ডায়েটেরও ঝামেলা নেই। জুন মাসে নিজের মা হওয়ার সুখবর প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। 
 

PREV
click me!

Recommended Stories

'মিথ্যা বলছে ঋতিকায়' ফের বিস্ফোরক হিরণের প্রথম স্ত্রী! কী বললেন তিনি?
"বিবাহ বিচ্ছেদ হয়েছে হিরণের! বয়সের হিসাবও নাকি ভুল দিয়েছেন প্রথম স্ত্রী" মুখ খুুললেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা