উন্মুক্ত বক্ষ-বিভাজিকা, ছেঁড়া শার্টের ফাঁকে স্পষ্ট কালো অন্তর্বাস, ট্রোলড স্বস্তিকা

মেগা  ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দও ওরফে  রাধিকা নামেই সকলের কাছেই খুব পরিচিত।  ডেনিম জ্যাকেটে খোলা বোতামের ফাঁক দিয়ে উঁকি মারছে স্তনযুগল।  আবার কখনও ছেঁড়া জিন্সের শার্টের ফাঁকা দিয়ে বেরিয়ে রয়েছে কালো অন্তর্বাস।  জিন্সের শার্টের একটা বোতাম আটকানো, তারপরও বেরিয়ে রয়েছে স্পষ্ট বক্ষ-বিভাজিকা। মাথার উপর দিয়ে ছড়িয়ে পড়েছে স্পট লাইটের আলো। খোলামেলা সাহসী পোশাকে স্বস্তিকার এই হট পোজ কাঁপাচ্ছে নেটদুনিয়া।

মেগা  ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দও (Swastika Dutta) ওরফে  রাধিকা নামেই সকলের কাছেই খুব পরিচিত।  একের পর এক গা গরম করা ফোটোশ্যুটে ভক্তদের রাতের ঘুম উড়াচ্ছেন টলি নায়িকা। কখনও সাদা শার্ট আর শর্টস আবার কখনও গায়ে তুলে নিচ্ছেন ডেনিমের জ্যাকেট। ডেনিম জ্যাকেটে খোলা বোতামের ফাঁক দিয়ে উঁকি মারছে স্তনযুগল।  আবার কখনও ছেঁড়া জিন্সের শার্টের ফাঁকা দিয়ে বেরিয়ে রয়েছে কালো অন্তর্বাস।  জিন্সের শার্টের একটা বোতাম আটকানো, তারপরও বেরিয়ে রয়েছে স্পষ্ট বক্ষ-বিভাজিকা। মাথার উপর দিয়ে ছড়িয়ে পড়েছে স্পট লাইটের আলো। খোলামেলা সাহসী পোশাকে স্বস্তিকার এই হট পোজ কাঁপাচ্ছে নেটদুনিয়া।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফের উষ্ণতার পারদ চড়িয়ে নিজেকে মেলে ধরলেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta)।  তার খোলামেলা সৌন্দর্য  তাড়িয়ে উপভোগ করছেন নেটিজেনরা। কয়েক ঘন্টার মধ্যে উষ্ণতার পারদও হুড়মুড়িয়ে বাড়ছে। স্বস্তিকার এই ছবিতে লাইক ও কমেন্টের সংখ্যা হুড়মুড়িয়ে বাড়ছে। নেটিজেনদের মধ্যে  কেউ কেউ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আবার নেটিজেনদের একাংশ অশ্লীল মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। নেটিজেনদের একজন বলেছেন, এমনিতেই তো এত সুন্দর, এই সব ছবি না দিলেও তো হয়। কেউ বলেছেন, ভদ্র পোশাক নেই, কোথায় কী পোশাক পরতে হয় সেই জ্ঞানটুকুও নেই। নেটিজেনদের অশ্লীল মন্তব্যে এতদিন চুপ থাকলেও এবার আর নয়। নোংরা কটাক্ষে মন্তব্য করেছেন স্বস্তিকা দও (Swastika Dutta)।

Latest Videos

 

 

আরও পড়ুন-হুবহু যেন অমৃতা সিং, সারা আলি খানকে 'মায়ের কার্বন কপি' বললেন নেটিজেনরা

আরও পড়ুন-স্তন বার করে প্রকাশ্যেই ব্রেস্ট ফিডিং, 'এটাই আমার পুরো জীবন', পোস্টে জানালেন ইভলিন

আরও পড়ুন-গায়ে নেই সুতোর লেশমাত্র, সঙ্গমের দৃশ্যে নগ্ন হতে পিছপা হন নি এই বলি তারকারা

 

স্বস্তিকা নেটিজেনদের প্রকাশ্যেই একহাত নিয়েছেন। কারণ তিনি বুঝেছেন কখনও কখনও মুখ না খুললেও কটাক্ষের বন্যায় ভরে যাবে তার সোশ্যাল মিডিয়া। তাই বেশ কিছু কটাক্ষকারীকে নিজেই জবাব দিয়েছেন স্বস্তিকা (Swastika Dutta) । অভিনেত্রী জানিয়েছেন, কোথায় বিকিনি বা সাঁতারের পোশাক পরতে হয়, আর কোথায় ঢাকাই জামদানি পরতে হয়, এটা ভাল বুঝি বলেই নিয়মিত কাজ করে চলেছি। যদিও এটা কোনও নতুন বিষয় নয়, অভিনেত্রীদের কাটাছেড়া ছবিতে সর্বদাই কমেন্ট করতে দেখা যায় নেটিজেনদের।  'কী করে বলব তোমায়' ধারাবাহিকের নায়িকা স্বস্তিকা দত্ত যেন নেটদুনিয়ার হট সেনসেশন । ফের লাইমলাইটে উঠে এসেছেন 'কী করে বলব তোমায়' ধারাবাহিকের নায়িকা স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। একের পর এক ফ্যাশন গোল দিয়েই যাচ্ছেন নায়িকা। লুকোছাপা-রাখঢাক এসব এখন অতীত। এক বছরের বেশি সময় ধরে  জমে উঠেছে প্রেম। টলিপাড়ার  নায়ক-নায়িকাদের ইনস্টা-স্টোরিতেই  প্রকাশ পাচ্ছে ব্যক্তিগত একান্ত মুহূর্তগুলি। একে অপরকে ভালবাসার কথা স্বীকার করে নিয়েছেন সঙ্গীত শিল্পী শোভন গঙ্গোপাধ্য়ায় এবং স্বস্তিকা দত্ত। ২০২০-র শেষের দিক থেকেই তাদের প্রেম চর্চায় ছিল সোশ্যাল মিডিয়ায়। ভালবাসার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল টলিপাড়ার অলিতে -গলিতে।  তবে প্রেম নয়, ভাল বন্ধু বলেই একে অপরকে দাবি করেছিলেন তারা । কিন্তু নেটিজেনরা তা মানতে নারাজ ছিল। টলিপাড়ার পরিচিত মুখ শোভন গাঙ্গুলির সঙ্গে ভালবাসার বন্ধনে বাঁধা পড়েছেন স্বস্তিকা। সময় যত এগোচ্ছে ততই যেন গাঢ় হচ্ছে তাদের প্রেম।

Share this article
click me!

Latest Videos

'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
‘আমি মনে করি Firhad Hakim একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য Satyen Roy-এর, দেখুন
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি? Suvendu Adhikari
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি